বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (বাকৃবি) অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ২০২৪ সালের গণতন্ত্রের জন্য এবং বাকস্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগের অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং বাকস্বাধীনতা পুনরুদ্ধার করেছি। ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো স্বৈরাচার যেন আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করার পর এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আজ থেকে ৫৩ বছর আগে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছি, তা আমাদের জন্য আনন্দ, গর্ব, শ্রদ্ধা এবং অহংকারের। এই ঐতিহাসিক বিজয়ের পেছনে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয়।
কৃষি বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদায় উৎসবমুখর পরিবেশে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।
সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবেত প্যারেডের সালাম গ্রহণ করেন। সকাল ৯টায় এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
মন্তব্য করুন