ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন, পাবলিক টয়লেট স্থাপন এবং রাস্তায় স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার স্থাপনসহ ৫ দফা দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সিটি কর্পোরেশন প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেয় প্লাটফর্মটি। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, মহিউদ্দিন, এম এ সাঈদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা সংস্কারে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল- বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, ডাস এবং রাজু ভাস্কর্যের সৌন্দর্য বর্ধনে সময় উপযোগী সংস্কার; ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পাবলিক টয়লেট ও ডাস্টবিন স্থাপন; দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট- কাজী মোতাহের হোসেন ভবন-শহীদ মিনার, ফজলুল হক মুসলিম হল- কবি সুফিয়া কামাল হল, শহীদুল্লাহ্ হল, কার্জন হল, মোকাররম ভবন- কেন্দ্রীয় খেলার মাঠ, ফুলের দোকান-জাদুঘর, রাজু ভাস্কর্য ক্রসরোডে, মসজিদ- সোহরাওয়ার্দী উদ্যান, ভিসি চত্বর-মল চত্বরে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার স্থাপন।
এ ছাড়া স্মারকলিপিতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থায় ফিল্টার স্থাপন এবং রাত্রিকালীন নিরাপদ যাতায়াত নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক সড়ক বাতি স্থাপনের দাবিও জানানো হয়।
মন্তব্য করুন