কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইউডার ভর্তিমেলা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইউডার ভর্তিমেলা। ছবি : সংগৃহীত
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইউডার ভর্তিমেলা। ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) স্নাতক ও স্নাতকোত্তর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে ভর্তিমেলা-২০২৪। মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধা ও তাদের অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণ করছে ইউডা। থাকছে জিপিএর ভিত্তিতে আরও বাড়তি সুবিধা।

রোববার (৮ ডিসেম্বর) ইউডার অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভর্তিমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়্যারমান অধ্যাপক মুজিব খান।

দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা ও অভিভাবকদের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে জানুয়ারি-২০২৫ সেশনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) আয়োজন করেছে ভর্তিমেলা-২০২৪।

ভর্তিমেলায় ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান বলেন, শিক্ষাকে আমরা বাণিজ্যিক পণ্য মনে করছি না। আর বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার রীতি অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না।

তিনি বলেন, শিক্ষাকে আমরা নাগরিক অধিকার মনে করি। তাই জাতি হিসেবে সুনাগরিক এবং দক্ষ ও কর্মক্ষম সৃষ্টিশীল আধুনিক জ্ঞান বিজ্ঞানসমৃদ্ধ একটি জনশক্তি গড়ে তুলতে ইউডা বদ্ধপরিকর। যারা আগামীর বাংলাদেশ এবং বিশ্বকে নেতৃত্ব দেবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এবারের ভর্তিমেলা উপলক্ষে এ বিশ্ববিদ্যালয় প্রকৃত মেধাবী, অদম্য গরিব মেধাবীদের খুঁজে বের করার এবং তাদের বিশেষ ছাড়ে ইউডায় উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই মেলায় অভিভাবকের আয় ও এসএসসি, এইচএসসির মেধায় অর্জিত ফলাফলের ভিত্তিতে অভিভাবকের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীর ভর্তি ও মাসিক বেতন নির্ধারণ করা হবে।

অধ্যাপক মুজিব খান বলেন, অদম্য মেধাবীদের উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনবোধে শিক্ষার্থীদের বিনা বেতনে উচ্চশিক্ষা গ্রহণের ব্যবস্থাও করবে ইউডা কর্তৃপক্ষ।

ভর্তি মেলার মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩/সি সাত মসজিদ রোড (ইউডা সিএসসি বিল্ডিং) এবং ৮০, সাত মসজিদ রোড (রেজিস্ট্রার ভবন), ধানমন্ডিতে ভর্তি হওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক, কলা অনুষদের ডিন বরেণ্য চিত্রশিল্পী প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদুল্ল্যাহ মিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেজবাউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড, আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত কায়েস চৌধুরী, বিভিন্ন উইংয়ের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র সংসদের নেতা ও সাধারণ ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন শিক্ষার্থী, বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার

শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ড. ইউনূস 

গজারিয়ায় আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার খবর কী

ভারতে যাত্রীবাহী লঞ্চে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩ 

নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

১০

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

১১

তেঁতুলিয়ায় তাপ বাড়লেও শীত কমেনি

১২

টিভিতে আজকের খেলা

১৩

১৯ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

রাশিয়া থেকে দুঃসংবাদ পেলেন কিম

১৭

প্রেমিকার খোঁজে বাঘ, পাড়ি দিল ২০০ কিলোমিটার

১৮

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করল রাশিয়া

১৯

বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাংক এখন তাইওয়ানের হাতে

২০
X