বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার্থে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান, আদিবাসী এবং বিদেশি শিক্ষার্থীসহ সব ধর্ম-বর্ণের শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে শপথ করান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রীতি মঞ্চ।
শপথ পাঠের আগে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শপথবাক্যে যেসব কথা লেখা আছে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ কোনোরকম শপথ ছাড়াই সারাজীবন এসবেরই চর্চা করে আসছে। আমাদের কখনো সচেতনভাবে নিজেদের অসাম্প্রদায়িক প্রমাণ করার প্রয়োজন হয়নি। আমরা আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরায় মানুষের সঙ্গে যেভাবে মিশেছি, আমাদের নতুন করে কখনো কিছু প্রমাণ করার প্রয়োজন হয়নি। কিন্তু আজ একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি নানাদিক থেকে আক্রান্ত হচ্ছে।
উপাচার্য আরও বলেন, আমাদের ওপর খুব অন্যায় হচ্ছে, আমরা যা না, সেটাই আমাদের বলা হচ্ছে। কাজেই এর একটা প্রতিবাদ হওয়া দরকার। এই শপথবাক্য পাঠ এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমি বিশ্বাস করি, এখানে যারা সমবেত এবং এখানে যারা নেই—এমন কোটি কোটি মানুষ আছে, এখন আমরা যা বলব তা মনে প্রাণে ধারণ করে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, জাতিগতভাবে আমাদের ধর্মের ভিন্নতা হলেও সার্বভৌমত্বের দিক থেকে আমরা এক। আমাদের সবকিছুর ঊর্ধ্বে দেশ। পার্শ্ববর্তী দেশ আমাদের ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের একতাবদ্ধের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করব। ৭১ সালে যেমন আমরা প্রতিহত করেছি ঠিক, তেমনি সবার একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদের মোকাবিলা করব।
শপথ পাঠ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন