কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিওয়াইবির সাক্ষাতে ক্যান্টিনে খাবারের দাম কমানোর আশ্বাস ঢাকা কলেজ অধ্যক্ষের

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের সঙ্গে মতবিনিময় করছেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সদস্যরা। ছবি : কালবেলা
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের সঙ্গে মতবিনিময় করছেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সদস্যরা। ছবি : কালবেলা

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের সঙ্গে পরিচয় পর্ব মতবিনিময় সভা করেছেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ ঢাকা কলেজ শাখার নতুন কমিটির সদস্যরা। এ সময় কলেজ ক্যান্টিনে খাবারের দাম কমানোর আশ্বাস দেন অধ্যক্ষ।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ঢাকা কলেজ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সিওয়াইবির ঢাকা কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সদস্যরা ঢাকা কলেজের অধ্যক্ষকে ফুলেল অভ্যর্থনা জানান।

এ সময় সিওয়াইবির সভাপতি মো. ইমরান হোসাইন ক্যাম্পাসে ভোক্তা হিসেবে শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ-সুবিধার অধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, হলগুলোর ডাইনিংয়ের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, হলরুমের ডাইনিংয়ে খাবারের মান ও সে অনুযায়ী দাম নির্ধারণ করতে হবে। ক্যান্টিনের খাবার উচ্চ মূল্যে বিক্রি হওয়ার দিকটি তুলে ধরে যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেন তিনি।

হলের মধ্যে অবস্থিত দোকানের পণ্যের দাম নির্ধারিত ও প্রকাশ্যে টানানোর ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি। এছাড়া মূল গেটের সামনের দোকান উঠিয়ে দেওয়ার এবং রিকশাসহ অন্য যানবাহন রেখে গেট বন্ধ করে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা সৃষ্টির বিষয়েও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

সর্বশেষ ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীই ভোক্তা ও ভোক্তার অধিকার যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে আলোকপাত করে ক্যাম্পাসকেন্দ্রিক যে কোনো তদারকি ও অভিযানের ক্ষেত্রে শিক্ষক-ছাত্র একসঙ্গে কাজ করার দাবি জানান তিনি।

ঢাকা কলেজের অধ্যক্ষ আলোচনার শুরুতে সিওয়াইবির নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যাবলি শুনে সবকিছু পজিটিভলি গ্রহণ করেন।

তিনি হলের ডাইনিংয়ের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে প্রত্যেকটি হলের রান্নার সঙ্গে জড়িত কর্মচারীদের কাছে নির্দেশনা পৌঁছে দিতে অধ্যাপক আনোয়ারকে নির্দেশ প্রদান করেন। এরপর হলের ডাইনিংয়ে যারা কর্মচারী রয়েছে তারা খাবারের উচ্চ মূল্য রেখে শিক্ষার্থীদের সঙ্গে যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে লক্ষ রেখে প্রতিদিনের বাজার মূল্য অনুযায়ী কেমন খাবার পরিবেশন করা হচ্ছে তা সুষ্ঠুভাবে পর্যবেক্ষণের জন্য সিওয়াইবি ঢাকা কলেজ শাখার সদস্যদের নিয়ে অভিযান চালানোর নিশ্চয়তা দেন।

ক্যান্টিন ও দোকানগুলোতে উচ্চ মূল্যে খাবার বিক্রির ব্যাপারে তিনি বাইরের দোকানের খাদ্যপণ্যের সঙ্গে সমান মূল্য না রেখে যেন অন্তত ২০ শতাংশ মূল্য কম রাখা হয় তারও নিশ্চয়তা দেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও দক্ষিণ হল প্রভোস্ট অধ্যাপক আনোয়ার স্যার বিষয়গুলোর প্রতি একমত পোষণ করেন ও লিপিবদ্ধ করেন।

আগামী রোববার ক্যান্টিন পরিচালকের সঙ্গে দাম নির্ধারণ ও মান সংরক্ষণের বিষয়ে আলোচনার সিদ্ধান্ত দেন অধ্যক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

কসবায় উদ্ধার করা মর্টারশেলের বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কোন কোন বিভাগে বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার

শীতে অসুস্থ হতে না চাইলে খেতে পারেন এই সুপারফুডগুলো

কম্পিউটার মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়াল ওয়ালটন

সকালে হালকা গরম পানি খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

১০

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

১১

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় কল্পনাকে : পুলিশ

১২

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৩

আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ

১৪

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে

১৫

দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস : মীর হেলাল

১৬

টিভিতে আজকের খেলা

১৭

টাঙ্গাইলে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

২২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X