রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৩৪ জন শিক্ষক ও ৫৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে তাদের হাতে সনদ ও চেক তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে চারজনকে ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড এবং ১৬ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন শিক্ষককে ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১০ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে তিনজন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের, দুজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং একজন করে ফার্মেসি, পরিসংখ্যান ও গণিত বিভাগের।
ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে পাঁচজন করে আছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের; চারজন আছেন পদার্থবিজ্ঞান বিভাগের; ফার্মেসি, রসায়ন ও ফলিত গণিত বিভাগের আছেন দুজন করে এবং একজন আছেন পরিসংখ্যান বিভাগের।
এদিকে ২০২১ ও ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য যথাক্রমে ২৯ ও ২৫ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৭ জন করে আছেন গণিত, রসায়ন, পরিসংখ্যান ও ফার্মেসি বিভাগের; ছয়জন করে আছেন পদার্থবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান ও ফলিত গণিত বিভাগের; ৩ জন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং ৫ জন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক-শিক্ষক ও কৃতী শিক্ষার্থী রয়েছে। এই অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে তা দৃশ্যমান হলো। এসব মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীরা আগামীতেও তাদের কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন। তারা অনুজদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়েও থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
মন্তব্য করুন