চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক পরীক্ষা স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিভাগের চতুর্থ বর্ষের 'সিএজে ৪১৯, কমপ্রিহেনসিভ কোর্সের প্রশ্নসংবলিত একটি বেনামি চিঠি আসে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আজ বৃহস্পতিবার চবি উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসনিক), সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে আসেন। পরে প্রশ্নপত্রের সঙ্গে বুধবার পাঠানো বেনামি চিঠির মিল পাওয়ার পর পরীক্ষা কমিটির সুপারিশে ওই কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়।
এ বিষয়ে সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রওশন আক্তার কালবেলাকে বলেন, পরীক্ষা কমিটি সুপারিশ করেছে পরীক্ষা স্থগিত করার জন্য৷ আমরা জরুরি একাডেমিক কমিটির মাধ্যমে পরীক্ষাটি স্থগিত করেছি। পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিবেন।
এ বিষয়ে জানতে ৪র্থ বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগরকে যোগাযোগ করার চেষ্টা করেও তিনি সাড়া দেননি।
চবি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা জরুরি সিন্ডিকেট ডেকেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
৪র্থ বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর কালবেলাকে জানান, প্রশ্নপত্র আমার ড্রাইভে রেখেছিলাম ছিলাম কম্পোজের জন্যে। অ্যাকাউন্টের এক্সেস হ্যাক করে প্রশ্নপত্র বাইরে ছড়িয়েছে বলে মনে করছেন তিনি।
মন্তব্য করুন