বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বোর্ড বৃত্তির নামে প্রতারণার শিকার বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি ক্যাম্পাস। ছবি : কালবেলা
বাকৃবি ক্যাম্পাস। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা সম্প্রতি বোর্ড বৃত্তির নামে এক নতুন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারকরা নিজেদের প্রশাসনিক ভবনের কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিয়ে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত তথ্য জেনে বিশ্বাস অর্জন করছেন। পরে তারা বৃত্তির টাকা আটকে থাকার অজুহাতে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা ওটিপি নম্বর চেয়ে প্রতারণা করছেন।

একাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক এ ধরনের প্রতারণায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। শিক্ষার্থীরা চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, তাদের ব্যক্তিগত তথ্য কীভাবে প্রতারকদের কাছে পৌঁছাচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক তথ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূরী জান্নাত বলেন, আমার বাবার কাছে কল দিয়ে জানানো হয় যে, আমি বোর্ড বৃত্তি পেয়েছি। প্রতারক ব্যক্তি আমার নাম, বিভাগ এবং ইন্টার্নশিপ সম্পর্কেও জানতেন। এত তথ্য জানার কারণে বাবা সন্দেহ করেননি। পরে তিনি ওটিপি নম্বর চান এবং সেটি দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা কেটে নেওয়া হয়। তখন বাবা বুঝতে পারেন যে এটি প্রতারণা।

এদিকে কৃষি অনুষদের আরেক শিক্ষার্থী জানান, একজন ব্যক্তি নিজেকে প্রশাসনিক ভবনের কর্মকর্তা পরিচয় দিয়ে আমাকে কল দেন। তিনি এমনভাবে আমার একাডেমিক ও ব্যক্তিগত তথ্য বলেন যে সন্দেহ করার কোনো কারণ ছিল না। তিনি বৃত্তির টাকা পাওয়ার সমস্যার সমাধানে একটি নতুন অ্যাকাউন্ট নম্বর ও ওটিপি চেয়েছিলেন। ওটিপি নম্বর দেওয়ার পরপরই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। এত তথ্য তারা কীভাবে জানল, সেটা আমার মাথায় আসছে না।

আরেকজন শিক্ষার্থী বলেন, প্রতারক আমার মায়ের কাছে কল দিয়ে জানান যে তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি বলেন, আমি বোর্ড বৃত্তি পেয়েছি, তবে অ্যাকাউন্টে কিছু সমস্যা থাকায় তিনি যোগাযোগ করছেন। মা প্রথমে বিশ্বাস করলেও ওটিপি নম্বর চাওয়ার সময় সন্দেহ করেন এবং কল কেটে দেন।

এ বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বোর্ড বৃত্তি বা এ-সংক্রান্ত কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই সরাসরি ফোন করে না। যদি কোনো সমস্যা থাকে, তা লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়। আমরা শিক্ষার্থীদের জন্য অনলাইন গ্রুপগুলোতে সতর্ক বার্তা পাঠানোর উদ্যোগ নিচ্ছি। শিক্ষার্থী এবং অভিভাবকদের অবশ্যই সচেতন থাকতে হবে।

শিক্ষার্থীদের তথ্য কীভাবে ফাঁস হচ্ছে, এ প্রশ্নে তিনি জানান, প্রতারকরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি আমাকে আর্থিক সাহায্য চেয়ে কল দেওয়া হয়েছিল যেখানে আমার পারিবারিক তথ্যও উল্লেখ ছিল। প্রতারণা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে আলোচনা করা হবে এবং শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবক নিহত, লাশ ফেরত চায় পরিবার

‘ইসলাম অত্যন্ত আধুনিক ও উদার ধর্ম’ লোকসভায় কংগ্রেস নেতা

সরোজা ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধের প্রতিবাদ এবি পার্টির

লিগের বাধা গুড়িয়ে আদালতে বার্সার বড় জয়

বিএনপি ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারও মূল্যায়িত হবে : রহমাতুল্লাহ

‘একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি-দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে’

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহবান ড. ফরিদুজ্জামানের

লাঙ্গলবন্দে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান

সৌদি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ১২ রেমিট্যান্স যোদ্ধা

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে আটক ১

১০

ধর্মীয় সহিংসতার উস্কানি : এবি পার্টির প্রতিবাদ

১১

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের

১২

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

১৩

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য, কড়া বার্তা দিল রাশিয়া

১৪

ফেসবুক পোস্টে কমেন্টস নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ 

১৫

আগে মেসে থাকতেন, এখন কোটি টাকার গাড়িতে চড়েন : বুলু

১৬

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আশার আলো দেখছে পাকিস্তান

১৭

প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে : আখতার

১৮

‘আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে’

১৯

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X