প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ‘সেমিস্টার ডে’ উদযাপন করেছে। শনিবার (৩১ নভেম্বর) গাজীপুরের নীলাম্বরী রিসোর্টে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগে দিনটি ছিল আনন্দে পরিপূর্ণ। অসাধারণ সব আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন রকম খেলাধুলা, সাঁতার কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, উন্মুক্ত মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি নীলাম্বরী রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ।
দিনব্যাপী আয়োজনের শুরুটা খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে হলেও দিনটির প্রধান আকর্ষণ ছিল বিকেল বেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা শুরু হয় একটি দলীয় সংগীতের মাধ্যমে। এরপর ছিল একাধিক একক ও যুগল নৃত্য, দলীয় নৃত্য এবং নেপালি লোকনৃত্য। এ ছাড়াও ছিল একাধিক বাংলা ও ইংরেজি গানের পরিবেশনা এবং আবৃত্তি।
উল্লেখ্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তার নবাগত ছাত্র-ছাত্রীদের সঙ্গে বর্তমান ছাত্র-ছাত্রীদের মেলবন্ধন তৈরি করা এবং স্নাতক ও স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য প্রতি সেমিস্টারেই এই বিশেষ ‘সেমিস্টার ডে’ এর আয়োজন করে থাকে।
মন্তব্য করুন