জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

মা এখনো সাজিদের কাপড় নিয়ে ঘুমায় : শহীদ সাজিদের বোন

বক্তব্য দিচ্ছেন শহীদ সাজিদের বোন ফারজানা হক। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন শহীদ সাজিদের বোন ফারজানা হক। ছবি : কালবেলা

জুলাই বিপ্লবে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হক বলেছেন, আমি গর্বিত আমার আলাদা পরিচয় থাকলেও আমি এখন পরিচিত শহীদ সাজিদের বোন হিসেবে। আমার মা এখনো ওর কাপড় বুকে জড়িয়ে ঘুমায়, আসলে আমাদের পরিবার যে সময় পার করছে তা আদৌ ঠিক হবে কি না তা আমার জানা নেই। আমরা ওর স্মৃতি নিয়ে দিন পার করছি।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় সাজিদের স্মৃতিচারণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আসলে সাজিদ অনেক সাহসী মানুষ ছিল। নিষেধ করলেও শোনেনি, বিল্পবের ডাকে ছুটে গেছে। অনেক সময় আমরা নিষেধ করলে দেখতাম চুপচাপ বসে আছে। পরে আবার আমরাই আবার পাঠিয়ে দিতাম। কিন্তু আমরা আমাদের সাজিদকে হারিয়ে ফেলব তা বুঝতে পারি নাই।’

ফারজানা হক আরও বলেন, ‘আমি আমার ভাই হারাইছি, অনেকে তার কাছের মানুষ হারিয়ে এই এই বিপ্লব পেয়েছি। এই বিল্পব যেন হারিয়ে না যায়। সাজিদের রক্ত যেন বৃথা না যায়। আপনারা এই একতা ধরে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।’

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘এই জাতি যতদিন টিকে থাকবেন, ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়া আল্লাহতায়ালার কাছে করছি।’

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন বলেন, ‘আমারা এই ছাত্রসমাজের কাছে কৃতজ্ঞ তারা এমন বিজয় উপহার দিয়েছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি যেন না হয় তা লক্ষ্য রাখতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রইছ উদদীন, ইতিহাস বিভাগের শিক্ষক ড. বেলাল হোসেন বক্তব্য দেন। এর আগে বিকাল সাড়ে ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন আইন বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান। এরপর গীতা পাঠ করেন জবি রিপোটার্স ইউনিটির সভাপতি অমৃত রায় এবং জাতীয় সংগীত পাঠ করেন জবির সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বিওএর মিনি ও হাফ ম্যারাথন

ভোলায় দুর্বৃত্তের উৎপাতে ঘরে ফিরতে ভয় পান ব্যবসায়ীরা

ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন

দুই মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্রসংগঠনগুলো

বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় স্বাস্থ্য কর্মসূচির অর্জন উদযাপিত

অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর করা হয়েছে : নিউইয়র্ক টাইমস

১০

চুয়েটে গণিত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল 

১১

গুলশানের বটতলা বস্তিতে আগুন

১২

নোবিপ্রবিতে ‘ল্যাবরেটরি অব এনিমেল রিসার্চ’ উদ্বোধন

১৩

যুবদল নেতা হত্যায় ১০ বছর পর আ.লীগের ৩৪ নেতাকর্মীর নামে মামলা

১৪

বাগেরহাটে বিএনপি নেতা বহিষ্কার

১৫

ঠাকুরগাঁওয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীর ভিড় 

১৬

সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আমির হামজা

১৭

সাভারে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার

১৯

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

২০
X