ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
‘সচেতন চিকিৎসক সমাজ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধন সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা প্রেরণ করে-বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের প্রতিটি নাগরিক সদা প্রস্তুত।
বক্তারা আরও বলেন, কোনো দেশের আগ্রাসন বা হামলা কখনোই বাংলাদেশ মেনে নেবে না। দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে তারা জনগণ ও সরকারের পাশে থেকে এই অপ্রত্যাশিত ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
এতে উপস্থিত ছিলেন- ডা. জিয়াউর রহমান, ডা. আসাদুজ্জামান, ডা. শফিকুল ইসলাম সুমন, ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডা. রিয়াদ, ডা. গোলাম মোর্শেদ সজীব, ডা. মেশকাত শরীফ ভূইয়া এবং ডা. জাকারিয়া আশরাফ আশফি। এছাড়াও নার্স ও অন্য কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
মন্তব্য করুন