ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি স্বাধীনতা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যায়। প্রধান ফটকে মিছিলটি কিছুক্ষণ অবস্থান করে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে শেষ হয়।
মিছিল শেষে হল চত্বরে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আমাদের স্বাধীন দেশের সার্বভৌমত্বে যারা হস্তক্ষেপ করবে আমরা তাদেরকে কোনো দিন ছাড় দিব না। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারত এখন আর বাংলাদেশ থেকে কোনো অবৈধ সুযোগ সুবিধা নিতে পারছে না। যার কারণে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যাঅন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এর আগে ভারত দাঙ্গা বাধিয়ে সিকিম ও হায়াদ্রাবাদ দখল করে নিয়েছিল। তারা একইভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দখলে নিতে চায়। আমরা ভারতীয় ষড়যন্ত্রে পা দিব না। আমাদের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশে ভারতীয় কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না।
মন্তব্য করুন