ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননায় বাংলাদেশের কাছে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
সোমবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন বক্তব্য দেন।
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের উপর যে হামলা করা হয়েছে তার মাধ্যমে বিজেপি একটি নগ্ন ইতিহাস সৃষ্টি করেছে। এটি বিজেপি, আরএসএসের মতো আগ্রাসী উগ্রবাদী গোষ্ঠীর কাজ। মোদি সরকার এটি করেছে। তারা নিজের দেশে মসজিদ ভেঙে আমাদের ধর্মীয় সম্প্রীতির জ্ঞান দেয়।’
ভারতের শান্তিকামী মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতের শান্তিকামী মানুষকে আহ্বান করব তারা যেন এসব আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যারা ধর্মীয় সম্প্রীতি চান তারা এসব জঙ্গি ইসকন, বিজেপি, আরএসএসের ষড়যন্ত্র রুখে দিন।’
মন্তব্য করুন