বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার ৩১তম দফার যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন ও নগরায়ণ নীতিমালার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশ।
সোমবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস, কেন্দ্রীয় শহীদ মিনার, সলিমুল্লাহ মুসলিম হল ও পলাশীসহ আশপাশের এলাকায় ১০০টি নিমের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১টি দফা দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি দফা ছিল পরিকল্পিত নগরায়ণ। যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন ও নগরায়ণ নীতিমালার অংশ হিসেবেই আজকের এই কর্মসূচি পালন করেছি।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বাবু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন