রাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

খেলার মাঠে রাবি শিক্ষার্থীর মৃত্যু, যা ঘটেছিল সেখানে

খেলার মাঠে রাবি শিক্ষার্থীর মৃত্যু, যা ঘটেছিল সেখানে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিকেট খেলার সময় মাঠেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীনগর গ্রামে।

ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস।

নিহতের সহপাঠীদের কাছে জানা গেছে, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলা চলাকালে নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সিয়াম হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় তার সতীর্থ খেলোয়াড়রা সেবা-শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করলে তার অবস্থার অবনতি হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে বিভাগের শিক্ষার্থীরা দ্রুত তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মারা যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস কালবেলাকে বলেন, আজ বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিয়াম নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে আমাদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘হার্ট অ্যাটাক’ জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান কালবেলাকে বলেন, পরিবারের আপত্তি না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেন। বর্তমানে তার মরদেহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দিকে নেওয়া হচ্ছে। বাদ এশা সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাজপথের কথা না শুনলে বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢালা হবে’

উপাচার্যের আশ্বাসে যবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেপ্তার

সাবেক ছাত্রদল নেতাকে থানায় আটকে ঘুষ আদায়ের অভিযোগ

খুলনায় আবারও দুবৃত্তদের গুলিতে যুবক নিহত

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

ওয়ার্ল্ড ভিশনে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ, থাকছে অনেক সুবিধা

মেয়ের বাড়ি যাওয়া হলো না বৃদ্ধার

স্নাতক পাসে আড়ংয়ে চাকরির সুযোগ

১০

ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ছবি ইজতেমা মাঠের নয়

১১

জামালপুরের সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২

নোবিপ্রবিতে প্রথমবারের মতো ‘মিট আপ উইথ ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত

১৩

প্রয়োজন পরিবেশদূষণের টেকসই সমাধান : ব্যারিস্টার ফুয়াদ

১৪

চলে গেলেন তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল

১৫

বাংলাদেশকে ৭ হাজার ৭৪০ কোটি টাকা দিচ্ছে আইএমএফ

১৬

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য : চসিক মেয়র

১৭

খেলাফত মজলিসে যোগ দিলেন মাওলানা শাহীনূর পাশা

১৮

চবিতে গুপ্ত হত্যার প্রতিবাদ

১৯

পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

২০
X