মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মাভাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদকের পরিচয়

সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের (বামে) ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান (ডানে)। ছবি : সংগৃহীত
সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের (বামে) ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান (ডানে)। ছবি : সংগৃহীত

এবার প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এসেছেন তারা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক নবীন শিক্ষার্থী নিয়ে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

এতে ছাত্রশিবিরের মাভাবিপ্রবি শাখার সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এহসানুল মাহবুব জুবায়ের এবং সাধারণ সম্পাদক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজুর রহমানের নাম জানা গেছে।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। মাভাবিপ্রবি শাখা সভাপতিত্বে আয়োজনটির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক।

এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আহসান হাবীব ইমরোজ, টাঙ্গাইল শহর ছাত্রশিবিরের সভাপতি মামুন আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আহসান হাবীব মাসুদসহ মাভাবিপ্রবি শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। আর এটি মোকাবিলায় নিজেদের ইতিহাস ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। আমরা যদি নিজেদের সংস্কৃতিকে ধারণ করতে না পারি, নিজেদের মূল্যবোধের যথার্থ চর্চা না করতে পারি তাহলে এই আগ্রাসন মোকাবিলা করা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে নিজ ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতি হীনমন্যতা না রেখে সেটিকে জীবনের প্রতিটি ধাপে ধারণ করতে হবে।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির নৈতিক মূল্যবোধকে সংরক্ষণ করতে চায়। আমরা ইতিহাস ও ঐতিহ্য চর্চায় আমাদের নিজস্ব ধারা সৃষ্টি করতে চাই। পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনৈতিকভাবে সচেতন না হলে আমরা আধিপত্যবাদীদের হাত থেকে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারব না।

সভাপতির বক্তব্যে মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধর্ম, নৈতিকতা ও অন্যের অধিকারের প্রতি আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আমাদের জীবন যেন সৃষ্টিকর্তা বিমুখ না হয়ে যায় সেদিকে দৃষ্টি দিতে হবে।

উল্লেখ্য, মাভাবিপ্রবি ছাড়াও সম্প্রতি শাবিপ্রবি, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা

‘বিএনপি ক্ষমতায় এলে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক হবে’

উৎপাদনে ফিরছে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র

যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলের হামলা

আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের দাবি

গ্রাহকদের প্রতি গভর্নরের অনুরোধ

বাংলাদেশে কি ভারতীয় চ্যানেল বন্ধ করা হয়েছে?

‘তুমি দোয়া কইরো আমি যেন শহীদ হই’

৩ আসামিকে মারধর ও জুতাপেটা, হাসপাতালে ভর্তি

হকিতে বাংলাদেশের বড় হার

১০

নেতাকর্মীদের শপথ করালেন আমিনুল হক 

১১

শেষ পর্যন্ত সিরিজ পাকিস্তানের

১২

বিএনপির কাছে দুর্বৃত্তায়নের আশ্রয়-প্রশ্রয় নেই : শরীফউদ্দিন জুয়েল

১৩

হজ নিবন্ধনের সময় বাড়ল

১৪

এনআইডি নিয়ে ইসির জরুরি বিজ্ঞপ্তি

১৫

কুড়িয়ে পাওয়া সন্তানের শহীদ হওয়ার গল্প

১৬

বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের

১৭

‘সুবিধার ধান্দায় ব্যস্ত হলে ফ্যাসিবাদ কামব্যাক করবে’ 

১৮

রূপায়ণ সিটিতে শুরু হলো কার শো

১৯

‘চার মাসে সেনাবাহিনীর ১২৩ সদস্য হতাহত’ 

২০
X