এবার প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা। উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে স্মারক লিপি দিয়ে আত্মপ্রকাশ করেছেন শাবিপ্রবি শাখা শিবিরের সভাপতি-সেক্রেটারি।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টার পর শাবিপ্রবি শিবির নাম সংবলিত একটি ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এতে ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা তুহিনের নাম জানা গেছে। তারা নতুন ক্যাম্পাস বিনির্মাণে উপাচার্যের কাছে মোট ১৩টি বিষয়ে ৫২ প্রস্তাবনা দিয়েছেন।
৫২টি প্রস্তাবনার মধ্যে ফ্যাসিবাদের মূল উচ্ছেদ, প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, আবাসন সংকট, পরিবহন ব্যবস্থা, নিরাপত্তাসংক্রান্ত, গবেষণার মানোন্নয়ন, ইউসি, লাইব্রেরি, শিক্ষক নিয়োগসংক্রান্ত, ধর্মীয় উপসনালয়, শারীরিক শিক্ষাকেন্দ্র এবং মেডিকেল সেন্টারসংক্রান্ত বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়।
এ ব্যাপারে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, একটি সুন্দর, স্বচ্ছ এবং ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছি।
তিনি বলেন, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে আছি। সব সময় বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করব।
মন্তব্য করুন