চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১১টি ‘কারণ দর্শানো’ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখ করা হয়, ‘গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় ২৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদেরকে অভিযুক্ত করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক কেন তাদের বিরুদ্ধে এক বা একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী ১০ ডিসেম্বর অফিস সময়সূচির মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।’

এ ছাড়া ওই ১১ শিক্ষার্থী ইচ্ছা করলে ১১ ডিসেম্বর বেলা ৩টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে শুনানি বোর্ডের সামনে উপস্থিত হয়ে তাদের স্বপক্ষে ব্যক্তিগত বক্তব্য উপস্থাপন করতে পারবেন। সে ক্ষেত্রে ব্যক্তিগত শুনানির জন্য লিখিত আবেদন ছাত্রকল্যাণ দপ্তরে ওই দিন বেলা ১টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো.মাহবুবুল আলম বলেন, ‘নবীন শিক্ষার্থীরা আসার পর তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন। সেখানে তাদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা অমানবিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ১১ জন শিক্ষার্থীকে করাণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্র এখনো থামছে না : রিজভী

তোপের মুখে যোগদান করতে পারেননি ববির নতুন ট্রেজারার

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়

ইসকন নিষিদ্ধের দাবি হাসনাত আবদুল্লাহর

লেবাননে যুদ্ধবিরতি, গাজায় রক্তক্ষয়ী সংঘাতের শেষ কবে?

আইনজীবী হত্যায় সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

আর কত লাশ পড়লে আ.লীগ নিষিদ্ধ হবে: শিবির নেতা

চট্টগ্রামে আইনজীবী হত্যা / ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি

ঢাকায় জিকা ভাইরাস রোগী শনাক্ত

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

১০

দুদক সংস্কারে গণঅধিকার পরিষদের ২২ দফা প্রস্তাবনা

১১

কুমিল্লায় যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ

১২

কেরানীগঞ্জে বিপুল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

আইসিসিতে মিয়ানমারের জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

১৪

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক

১৫

বগুড়ার আলোচিত সেই শ্রমিক লীগ নেতা তুফানের ১৩ বছর কারাদণ্ড

১৬

সেচ প্রকল্পের গাছ জোর করে কেটে নেওয়ার অভিযোগ

১৭

ফিটনেস পরীক্ষায় ‘পাস’ তামিম

১৮

সাতক্ষীরায় জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

১৯

৪৬তম বিসিএসের প্রিলির সংশোধিত ফল প্রকাশ

২০
X