রোববার ৩৫ কলেজের শিক্ষার্থীদের সম্মিলিত হামলার পর আজ সোমবার খুলেছে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাভাবিক অবস্থায় ফিরেছে চিকিৎসাসেবা।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে এমন অবস্থা দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সেবা দেওয়া হচ্ছে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগেও। তবে মেডিক্যাল কলেজের ভেতরে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আজ পরিস্থিতি স্বাভাবিক আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, কোনো ঝামেলা হলে গেটে তালা মেরে দিতে, ওরা তো বলে কয়ে আসে না। সকালে ১০০-এর মতো পুলিশ ছিল, এখন ২০ জনের মতো আছে।
ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক ডা. মঈন উদ্দিন রাশেদ বলেন, আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ভাঙচুর চালানো হয়েছে। কিন্তু আজ চিকিৎসাসেবা স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির হিসাব করে পরবর্তীতে জানানো হবে। মামলা করার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন