বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনও এই সংগঠনগুলো ছিল কিন্তু এত ব্যাপকতা ছিল না। রোভার স্কাউট খুবই সুশৃঙ্খল সংগঠন। বিভিন্ন দুর্যোগে তাদের নিরলস পরিশ্রম আমরা দেখেছি। আপনারা সদস্য সংখ্যা বৃদ্ধি করুন। এ ধরনের সংগঠন যত বৃদ্ধি পাবে তত দেশের জন্য মঙ্গল। তোমরা সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে কাজ করবে তোমাদের ওপর এই প্রত্যাশা আমাদের।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রেসিডেন্ট'স রোভার স্কাউট সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক বলেন, আমাদের জুলাই আগস্টের যে সংগ্রাম ছিল সেখানে ৯ জন রোভার স্কাউট শহীদ হয়েছেন এই বিষয়টি আমাকে গর্বিত করেছে, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। রোভাররা অন্য কাজকর্মে যেমন সেরা তেমনি পড়াশোনাতেও সেরা।
এ সময় প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার মো. রবিউল ইসলামকে সংবর্ধনা ও ইউনিটের লোগোখচিত স্যুট দেওয়া হয়।
ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, স্কাউট'স কাউন্সিলের সভাপতি ও বাকৃবি স্কাউট লিডার অধ্যাপক সাদেকা হক এবং গ্রুপ রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক ড. মোহাম্মদ জহিরুল আলম।
মন্তব্য করুন