ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে পবিত্র কোরআন ও হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনীগ্রন্থ (সিরাত) দিয়ে বরণ করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অভিনব নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ অ্যাসোসিয়েশন নামক সংগঠন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশনের পরিচালক হামিদুর রশিদ জামিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, শিক্ষাবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইসলামিক থটের মহাপরিচালক ড. এম আবদুল আজিজ, জি (অব.) কর্নেল মো. জাকারিয়া হোসেন, ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মোখতার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহা রফিকুল ইসলাম, কবি, লেখক ও চিন্তক মুসা আল হাফিজ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপুসহ দাওয়া অ্যাসোসিয়েশনের নেতারা।
আয়োজন প্রসঙ্গে হামিদুর রশিদ জামিল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশন দুপুরে নবীনবরণ প্রোগ্রামের আয়োজন করে। এতে দেশবরেণ্য স্কলারগণ উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমাদের পক্ষ থেকে একটি কোরআন, প্রসপেক্টাস, সিরাতগ্রন্থ ও চাবির রিং উপহার ছিল।
তিনি বলেন, দাওয়াহ নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছানো এবং উচ্চতর চিন্তার স্ফূরণ ঘটানো আমাদের উদ্দেশ্য। এই নবীনবরণ শুধুই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; এটি এক স্নেহময় আলিঙ্গন, একটি উষ্ণ অভ্যর্থনা ছিল, যা জীবন চলার পথে একটি নতুন অধ্যায় যুক্ত করবে। দাওয়াহ অর্থাৎ আল্লাহর পথে আহ্বান, যা আমাদের অন্তরের গভীরতম উৎস হতে প্রসারিত হয়ে পৃথিবীজুড়ে মানবতার দিশারি হয়ে ওঠে। শিক্ষার্থীদের হৃদয়ে এই আহ্বানের তাৎপর্য অনুরণিত করতে, তাদের সামনে দাওয়াহর সৌন্দর্য মেলে ধরতে এবং মানবমুক্তির এই মহান অভিযাত্রায় যুক্ত করতে আমাদের এ নবীনবরণ।
জামিল আরও বলেন, আমরা ২০২২ সাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থী ভাইবোনদের নিকট দাওয়াতি কাজ করার চেষ্টা করে যাচ্ছি। ইতোপূর্বে আমরা ক্যাম্পাসের হাফেজ ভাইবোনদের নিয়ে হাফেজ সম্মেলনও করেছি। এ ছাড়াও আমরা বিভিন্ন সময় শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি।
মন্তব্য করুন