সোনারগাঁও ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মো. শামীম মাহবুব ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী শামীম মাহবুব ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার। এ ইউনিভার্সিটির অগ্রযাত্রায় তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। এমন একটি উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে পুরো সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার শোকাহত।
এক শোকবার্তায় সোনারগাঁও ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, উপউপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস এবং পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।
মন্তব্য করুন