বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শতভাগ মাদকমুক্ত একটি সংগঠন। আমাদের এই সংগঠনের কোনো দায়িত্বশীল মাদক গ্রহণ করেন না। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক প্রোগ্রামে এ কথা বলেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপন করা যায়নি। দেশের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রশিবির সম্পর্কে জানতে পারেনি। আমরা কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে বলি না, ছাত্রশিবির করতে হবে। সকলে দলে দলে এসে শিবিরে যোগ দেবে এমনটাও চাই না। আমরা চাই মানুষ হিসেবে আপনারা নীতি-নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ বজায় রাখেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে ভালো কাজ করতে আমরা অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানাই। আমরা সবাইকেই বলব, আপনারা শিক্ষার্থীদের নিয়ে ভালো ভালো ও শিক্ষার্থীবান্ধব কাজ করেন। আর ক্যাম্পাসগুলোকে মাদকমুক্ত করে গড়ে তোলেন। কেননা, মাদক একজন শিক্ষার্থীকে পুরোপুরি ধ্বংস করে দেয়।
অনুষ্ঠানে চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বরকত আলী বলেন, মানুষ হলো একটা সামাজিক জীব। যারা অন্যের অধিকার ক্ষুণ্ন করে না, অন্য মানুষকে হত্যা করে না। কিন্তু আল্লাহতাআলার ইচ্ছায় আমরা মানুষ হলেও আমাদের মধ্যে পশুত্বের ভাব রয়েছে। এই পশুত্ব দূর করতে আল্লাহতাআলা একটা মহান গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের ৫টি বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এগুলো হলো, চরিত্র, সৃজনশীলতা, যোগাযোগ, সক্ষমতা ও সাহস।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, যাদের আত্মত্যাগে আমরা বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আজ তাদের স্মরণ করছি। এমন আয়োজনের ধারাবাহিকতা আমরা বজায় রাখব ইনশাআল্লাহ। আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আগেও সচেতন ছিলাম। আগামীর বিশ্ববিদ্যালয় হবে মাদক ও অস্ত্র মুক্ত বাংলাদেশ।
মন্তব্য করুন