জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রকাশিত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের চলমান কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা সভার কার্যবিবরণীতে একাধিক সিদ্ধান্ত লিখিত আকারে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ করবে এবং তাকে এ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদানের প্রস্তাব দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। প্রকল্পের অবশিষ্ট যেসব কাজ এখনো আরম্ভ হয়নি অথবা দরপত্র অনুমোদন করা হয়নি সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘অর্পিত ক্রয় কাজ’ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

মন্ত্রণালয় আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত ২য় পর্যায়ের প্রকল্পের কাজ ‘অর্পিত ক্রয় কাজ’ হিসেবে যথাযথ পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে এবং প্রস্তাবিত ২য় পর্যায় প্রকল্পের নাম এবং মৌলিক অঙ্গ চিহ্নিত করে প্রকল্পটির সংশোধিত বাজেটে বরাদ্দবিহীন তালিকায় অন্তর্ভুক্তির জন্য সংক্ষিপ্ত প্রকল্প ধারণাপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে প্রেরণ করবে।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পটির আওতায় ইতোমধ্যে সম্পাদিত কাজে দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তদন্ত কমিটি গঠনের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালন বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে দ্রুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রেরণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে স্থাপনা/হোস্টেল/শিক্ষা সুবিধা নির্মাণে কোন ব্যক্তি/ফিলানথ্রপিক অর্গানাইজেশন দেশীয় বৈদেশিক সংস্থা হতে অনুদান/স্পন্সর পাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুসন্ধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় বাস্তবায়নাধীন হিট প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, এখন আমরা সব কিছু বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। আমরা তো আগে থেকেই এসব নিয়ে কাজ করছিলাম। শিক্ষার্থীরা আন্দোলন করেছে এখন ব্যাপারগুলো আমাদের জন্য আরও সহজ হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব হয় আমরা এসব কাজ শেষ করে শিক্ষার্থীদের সব সংকট দূর করব।

তিনি আরও বলেন, আমি আজকেও ইউজিসিতে গিয়েছিলাম। পিডি নিয়োগের ব্যাপারে আবেদন করা আছে। ইউজিসি থেকে সেটি অনুমোদন হয়ে আসলেই নতুন পিডি দ্রুত নিয়োগ হয়ে যাবে।

দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন ক্যাম্পাস নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সে বিষয়ে তিনি বলেন, এটি একটি প্রজ্ঞাপন হওয়া প্রকল্পের নাম। চাইলেই আমরা এখন এগুলোকে দ্বিতীয় ক্যাম্পাস বলতে পারি না। পরবর্তী সকল নতুন প্রকল্পে যাতে দ্বিতীয় ক্যাম্পাস উল্লেখ করা হয় সেটি নিশ্চিত করব।

শিক্ষা মন্ত্রণালয় লিখিত দেওয়ায় আনন্দ প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম ইসলাম বলেন, এখন আমরা চাই কাজগুলো দ্রুত বাস্তবায়ন হোক। আমরা চাই সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ। জবিয়ানদের অধিকার প্রতিষ্ঠা পাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি হাউজে মদ্যপ তরুণীর তাণ্ডব

অ্যাডহক কমিটি পেল ৯ ক্রীড়া ফেডারেশন

বিজ্ঞপ্তি ছাড়াই সাবেক ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ

সাবেক এমপিকে আটক করল স্থানীয়রা, এরপর যা ঘটল

৭৫নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মী সভায় অনুষ্ঠিত

খুলনায় পাটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পরকীয়ার জেরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

চোর সন্দেহে স্কুলছাত্রকে নির্যাতন করে হত্যার অভিযোগ

আদালতে আ.লীগের ১৭ নেতাকর্মীর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

কুবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মাহমুদুল হাসান

১০

৭ ওভারের ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান

১১

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

১২

রামপুরায় হঠাৎ রাস্তার পাশের দেয়ালধস, শিশুর মৃত্যু

১৩

বঙ্গবন্ধুর নাম পাল্টে লেখা হলো ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’

১৪

এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স দলে অশান্তি

১৫

তেল কম দিল ফিলিং স্টেশন, অতঃপর...

১৬

‘গণবিপ্লবের মহানায়ক ছিলেন ইসলামী আন্দোলনের আমির’

১৭

সাফজয়ীদের পুরস্কৃত করল সাউথইস্ট ব্যাংক

১৮

পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্ত করতে তালিকা করছেন ট্রাম্প

১৯

‘৩১ দফা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই’

২০
X