রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কোটা রেখেই রাবিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিক আবেদনের সময়সীমা এবং পরীক্ষার তারিখ জানানো হয়েছে। তবে বরাবরের মতো এবারও ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে কোটা পদ্ধতি বাতিল না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছেন সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি শুরু হবে। চলবে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। এ ছাড়া চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। এদিকে প্রথমবারের মতো রাজশাহীসহ মোট পাঁচটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট ১২ এপ্রিল, ‘এ’ ইউনিট ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিট ২৬ এপ্রিল বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রংপুর এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। গতবছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।

২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারগরী শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং ‘ও’ লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটো বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ ও ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় বরাবরের মতো এবারও কোটা পদ্ধতি বহাল রাখা হয়েছে। এতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা রাখা হয়েছে। পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের কোটা বাতিল করা হয়েছে।

কোটা পদ্ধতি বহাল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পোষ্য কোটা বাতিল না করলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এ বিষয়ে তিনি কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি করেছিলাম পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ এক শতাংশ কোটা রাখা যেতে পারে। তবে প্রশাসন এই অযৌক্তিক কোটা পদ্ধতি বহাল রেখেছে। আমরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এই সময়ের মধ্যে কোটা বাতিল না হলে আমরা আমরণ অনশন এবং বড় ধরনের আন্দোলনের ডাক দেব।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান কালবেলাকে বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে পাঁচ শতাংশ কোটা ছিল সেটি বহাল রাখা হয়েছে। তবে নাতি-নাতনিদের যে কোটা ছিল সেটি বাতিল করা হয়েছে। এ ছাড়া শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দকৃত কোটার এক শতাংশ কমিয়ে আনা হয়েছে। পোষ্য কোটা থাকুক সেটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনও চাই না। এটি বাদ দিতে আমরা চেষ্টাও করেছি। তবে এককভাবে এই বিষয়টি করা সম্ভব না। একাডেমিক কমিটির সদস্যদের মতামতের প্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো হয়ে থাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠের বিরোধিতার কারণেই আমরা এটি বাদ দিতে পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক / ‘বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে’

সংস্কার ও নির্বাচন প্রশ্নে যা বললেন আখতার

ধলেশ্বরী নদীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১৬

‘জুলাই-আগস্টের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে’

গাজীপুরে ট্রেনে আগুন, দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

নারী সাংবাদিককে হেনস্থা, গ্রেপ্তার ৩

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নারী বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ারিংয়ে থাকছেন জেসি-মুকুল

পরমদা দারুণ চুমু খায়:  কৌশানী

আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

বিমসটেক সম্মেলনে কর্মসূচি জানিয়ে মোদির পোস্ট

১১

চ্যাম্পিয়ন্স কাপে হারের মুখ দেখল মেসির মায়ামি

১২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৪

বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ কতটা প্রভাব ফেলবে

১৫

বিএনপি আমাদেরকে মাইনাসের চেষ্টা করছে : মাহফুজুল হক

১৬

আবারও বিতর্কে মরিনহো, এবার হারের পর টেনে ধরলেন প্রতিপক্ষ কোচের নাক

১৭

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১৮

গাজীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

১৯

বিমসটেক সম্মেলন / পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক, সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X