জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার ইন কাউন্সিল ২০২৩-২৪ কর্তৃক ২০২৪-২৫ কাউন্সিলকে দায়িত্ব হস্তান্তর ও সদস্যদের মাঝে বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়।
জবি রোভার স্কাউট গ্রুপের ২০২৪-২৫ কাউন্সিলের সভাপতি মো. রাকিব আকন্দ এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে রোভার স্কাউট গ্রুপ তাদের বিভিন্ন নিঃস্বার্থ কার্যাবলির মাধ্যমে অন্যতম উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ একটি সুগঠিত ও পরিকল্পিত সংগঠন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, যেকোনো সংকটে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে রোভার স্কাউট গ্রুপ সততার সঙ্গে কাজ করে থাকে।
অনুষ্ঠানে রোভার স্কাউট লিডার হিসেবে অধ্যাপক মো. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং নাহরিন জান্নাত হোসাইন, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন এবং সাদিয়া আখতার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন