জবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজস্ব ব্যবস্থাপনায় তিন হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি জবি ছাত্রদলের

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে আসদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে আসদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এ সময় সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজনে পুরনো হল সংস্কার অথবা ভবন ভাড়া নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি বিভাগ থেকে হলের জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করার দাবিও জানান তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ সমর্থন আছে। শিক্ষার্থীদের দাবিতে একমত পোষণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে যে কোনো উপায়ে হোক দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, বিগত দিনের ছাত্রনেতাদের মতো দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন কর্মকাণ্ডে ছাত্রদল হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে কোনো ছাত্রদল নেতার সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের দোসর শিক্ষক ও কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাসহ সব যৌক্তিক দাবির সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন তিনি।

ছাত্রনেতাদের দাবির সঙ্গে একমত পোষণ করে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থী সমস্যা সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। তবে আমি মনে করি, আমাদের সময়ক্ষেপণ না করে শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে হলেও আবাসন ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অস্থায়ী আবাসন ব্যবস্থা করতে হলেও অনেক টাকার প্রয়োজন। আজ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক আছে। সেখানে ইউজিসি প্রতিনিধিরাও থাকবেন। তাদের কাছে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরব।

এ সময় জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, মাইনুদ্দীন চৌধুরী, সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান রুমিসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে পশ্চিমা রাজনীতি বয়কটের আহ্বান হেযবুত তাওহীদের 

সাবেক এমপি হাবিবের ৩১০ কোটি টাকা লেনদেন, দুদকের মামলা

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে আশিক

কয়েক ঘণ্টার জন্য ঢাকায় আসেন শাবনূর

লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে ফেরার সময় বাবার মৃত্যু

বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার

ঢাকা প্রিমিয়ার লিগে স্টাম্পিং বিতর্কে তদন্তে নেমেছে বিসিবি

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৪৯ মামলা

১০

দেশে প্রথম মেটাল কার্ড চালু সিটি ব্যাংকের

১১

২৬৩ বিডিআর সদস্যের জামিন শুনানি ফের পেছাল

১২

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮

১৩

ভারতে মন্ত্রীর নাতনিকে গুলি করে হত্যা

১৪

‘ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত মেসি খেলবে আর জিততে চাইবে’

১৫

পথ নবজাতকের সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি

১৬

কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৭

ছয় দল নিয়ে ক্রিকেট ফিরছে অলিম্পিকে

১৮

লালগালিচা দেখে রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ

২০
X