বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
চবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ এএম
অনলাইন সংস্করণ

চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলনের প্রতিনিধি নিবন্ধন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন (সিইউমান) ২০২৫ -এর নিবন্ধনের কার্যক্রম। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন (সিইউমান) ২০২৫ -এর নিবন্ধনের কার্যক্রম। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন (সিইউমান) ২০২৫ আয়োজনের লক্ষ্যে শুরু হয়েছে সম্মেলনের প্রতিনিধি নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন বুথের কার্যক্রম।

সোমবার (১১ নভেম্বর) থেকে এ নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে।

‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অগ্রগতির জন্য যুব নেতৃত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি উদ্ভাবনের প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন। নিবন্ধিত প্রতিনিধিগণ ১০টি কমিটিতে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে তাদের কুটনৈতিক দক্ষতার সাহায্যে বিশ্বব্যাপী চলমান বিভিন্ন সমস্যার সময়োপযোগী সমাধান নিরূপণে কাজ করবে।

কমিটিগুলো হলো নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), বিশ্ব মেধা সম্পদ সংস্থা (ডব্লিউআইপিও), জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো), জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিটিএডি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি)।

সম্মেলনটির মহাসচিব ইশফাকুল কবির আসিফ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০২৫ এর পর্দা উন্মোচন হয়েছে। এ নিয়ে আমি এবং আমার দল যথেষ্ট আশাবাদী এবং সম্মেলনকে সুন্দরভাবে আয়োজন করতে আমরা প্রস্তুত। তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশের মাধ্যমে টেকসই অগ্রগতি অর্জন ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব তৈরির জন্য তাদের সামর্থ্য দৃষ্টিগোচর করার লক্ষ্যকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এবারের প্রতিপাদ্য, যা এই সম্মেলনকে নতুন মাত্রা প্রদান করবে।

তিনি আরও বলেন, দেশ বিদেশের প্রায় ৪০০ প্রতিনিধিকে যুক্ত করার লক্ষ্য রেখে আমার দল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আগামী বছরের প্রথমে এই শিক্ষামূলক সম্মেলনের মাধ্যমে দেশবিদেশের শিক্ষার্থীরা চলমান নানাবিধ সংকট ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হয়ে ভবিষ্যতে নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই সম্মেলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও বহির্বিশ্বের ধ্যানধারণার সঙ্গে পরিচিত করতে আরো নতুনমাত্রা যোগ করবে বলে আমি মনে করি।

এবারের সম্মেলনের প্রতিপাদ্যের বিষয়ে উপ-মহাসচিব, রেহনুমা তাবাসসুম বলেন, বিশ্বব্যাপী চলমান নানা সংকটের পরিপ্রেক্ষিতে আমরা এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়টিতে যুব নেতৃত্বের মাধ্যমে টেকসই উদ্ভাবনের প্রসারকে উৎসাহিত করার চেষ্টা করেছি। এর মাধ্যমে আমরা এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলনে মহাসচিব হিসেবে থাকবেন ইশফাকুল কবির আসিফ, উপ-মহাসচিব হিসেবে থাকবেন রেহনুমা তাবাসসুম, মহাপরিচালক হিসেবে থাকবেন নাজমুস সাকিব নুহাশ এবং চিফ অব স্টাফ হিসেবে থাকবেন আবদুল্লাহ আল মুহাইমিন। সম্মেলনটিতে আয়োজক হিসেবে থাকবেন প্রায় অর্ধশতাধিক তরুণ শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টা না আসা পর্যন্ত রাজপথ ছাড়ব না: আন্দোলনকারী

ঢাবির সিন্ডিকেট সভায় নতুন ছয় সদস্যের যোগদান

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে : যুক্তরাষ্ট্র

ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল চায় ঢাকা রেসিডেনসিয়ালের শিক্ষার্থীরা

রোহিঙ্গা সংকটের প্রভাব নির্ধারণ ও ভবিষ্যৎ উত্তরণের উদ্যোগ

আওয়ামীপন্থি শিক্ষক নিয়ে ঢাবির সিন্ডিকেট সভা, প্রতিবাদে বিক্ষোভ

শতাধিক ইঞ্জিনিয়ার নেবে টেকনোনেক্সট সফটওয়্যার

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ফোন, ‘আমি মরে যাইনি, বেঁচে আছি’

ঢাকায় সেমিনার বৃহস্পতিবার / ৩১ দফাকে পুনরায় জাতির সামনে তুলে ধরবে বিএনপি

থানায় হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

‘বন্য হাতির সুরক্ষায় সহাবস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

১১

চসিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে : ডা. শাহাদাত

১২

১০ কোটি টাকা ঋণ নিয়ে গড়িমসি, পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা

১৩

রাবিতে ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি

১৪

তিনমাস পর ছাত্র আন্দোলনে নিহত মাহিন-রাজুর লাশ উত্তোলন

১৫

চরম শিক্ষক সংকট, ক্লাস নিলেন উপাচার্য নিজেই

১৬

একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

১৭

৭৫নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

১৮

বহু গুণে গুণান্বিত ছিলেন সাদেক হোসেন খোকা : আব্দুস সালাম

১৯

দেবিদ্বারে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০
X