আওয়ামী লীগকে স্বৈরাচার আখ্যা দিয়ে গণহত্যার দায়ে তাদের বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, গুম, খুনসহ শোষণ বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তাদের আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে বক্তারা জানান, আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল। তারা দেশ বিরোধী ষড়যন্ত্র ও গণহত্যা করেছে। এ সংগঠনকে নিষিদ্ধ এবং দোষরদের বিচার করা দরকার।
সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, এদেশের শান্তি প্রিয় মানুষ কখনোই স্বৈরাচার সরকার পছন্দ করে না। সচেতন নাগরিক কখনো স্বৈরাচার সরকারকে প্রশ্রয় দেয় না। বিশৃঙ্খলা করতে আসা যেকোনো গোষ্ঠীকে এদেশের ছাত্র সমাজ প্রতিহত করবে। এরইমধ্যেই জুলাই বিপ্লবে এদেশের ছাত্রসমাজ তা দেখিয়ে দিয়েছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী সিরাজুল ইসলাম, শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান, আলিবুদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীরদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও রোববার একই স্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।
মন্তব্য করুন