আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের হলপাড়া থেকে শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহীনুর রহমান (শাহীন) ও সেক্রেটারি মৃধা জুলহাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা কলেজের মূল ফটক দিয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত প্রদক্ষিণ করে ঢাকা কলেজের গেইটে সমাপ্ত হয়।
এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো- আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেল কই’ ই্ত্যাদি স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, গত ৫ আগস্টে জনরোষের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তার প্রেতাত্মা-দোসররা বাংলাদেশে বিরাজমান। তাদের অপকর্ম প্রতিহত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমরা কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখলে তাদের আইনের হাতে তুলে দেব।
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহীনুর রহমান (শাহীন) বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরার চলে যায়নি। ঢাকা কলেজের সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।
মন্তব্য করুন