খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রতিষ্ঠিত থিয়েটার ল্যাব ‘নাটমণ্ডপ’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধের অন্বেষণে নাটমণ্ডপে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মধ্য দিয়ে এই মঞ্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জানা গেছে, নাটমণ্ডপ দক্ষিণবঙ্গের নাট্যচর্চা এবং সংস্কৃতি বিকাশে একটি যুগান্তকারী ভূমিকা রাখতে চলেছে। বেসিক ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী এস এম এ রাজ্জাকের অনুদানে এবং বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. রুবেল আনছারসহ অন্যান্য শিক্ষকমণ্ডলীদের দক্ষ তত্ত্বাবধানে নির্মিত নাটমণ্ডপটি শুধু অভিনয়ের জন্য নয়, এটি একটি মঞ্চ যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন সেমিনার ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করতে পারবে।
সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুল সংগীত, রবীন্দ্রনাথ সংগীত, আধুনিক গান, গজল, আদিবাসী নাচ, দেশের গান, ফোক গান, আদিবাসী গান, ফ্যাশন শো ও সব শেষে মহারাজের আশীর্বাদ নাটক নাটমণ্ডপে মঞ্চায়িত হয়।
বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. রুবেল আনছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী এস এম এ রাজ্জাক।
মন্তব্য করুন