ছাত্রলীগকে নিষিদ্ধ ও আওয়ামী ফ্যাসীবাদ এবং তাদের দোসরদের দেশ থেকে বিতাড়িত করে জুলাই ২০২৪ বিপ্লব সফল হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে এক গরুভোজের আয়োজন করা হয়।
আগামী ৯ নভেম্বর শনিবার এ গরুভোজের আয়োজন করা হবে বলে জানান বিভাগের শিক্ষার্থীরা। সেই উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) গরুটিকে নিয়ে পুরো ক্যম্পাসে মিছিল করে বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের পতনের খুশিতে আল্লাহ নিকট শুকরিয়া আদায় স্বরূপ এ আয়োজন করা হয়েছে। একই সাথে এ আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধাবোধের সৃষ্টি হবে।
এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের ওপর জেকে বসা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের নির্যাতন থেকে মুক্তি পাওয়ার মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় স্বরূপ এ আয়োজন করা হয়েছে। বিভাগের শিক্ষকরা মিলেই আমরা এ আয়োজন করেছি।
বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহান প্রামানিক বলেন, বিভাগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুই দোসর মিরাজ ও সাজবুল জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায়। তাদের নামেই গরুটির নামকরণ করা হয়েছে। আজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ সন্ত্রাসীমুক্ত একটি বিভাগ। এ উপলক্ষে আমরা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মিলে একটি মেজবানির আয়োজন করেছি।
বিভাগের আরেক শিক্ষার্থী জুয়াইরিয়া বলেন, দীর্ঘদিন পর বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীরা মিলে এমন একটি মিলনমেলার আয়োজন করতে পেরে ভালোই লাগছে। এ আয়োজনের মাধ্যমে আমরা আগামী দিনেও সকলে ঐক্যবদ্ধভাবে সকল প্রকার অন্যায়কে প্রতিহত করতে প্রেরণা লাভ করবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন