পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘ডিজিটাল স্কিল ট্রেইনিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির অ্যাক্টিভেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (EDGE) প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-তে অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জনিয়ারিং (সিএসই) বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন EDGE প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব জনাব মো. সখাওয়াত হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, ইন্ডাস্ট্রিয়াল স্পেশালিস্ট আফরোজ আল আজাদ।
অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এবং প্রভাষক নিতুন কুমার পোদ্দারের সঞ্চালনায় অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আউয়াল বলেন, ‘আমাদের দেশের আয়তন ও জনসংখ্যার তুলনায় রিসোর্স খুবই কম। আমরা যদি তোমাদেরকে সঠিকভাবে দক্ষ করে তুলতে পারি, তাহলে তোমরাই হবে এই দেশের মূল্যবান রিসোর্স। পরবর্তী যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, আমরা বিশ্বাস করি যুগের সাথে তাল মিলিয়ে তোমারা দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইডিজিই প্রকল্পের, প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব জনাব মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা EDGE প্রকল্পের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কাজ করছি। সারাদেশে প্রযুক্তিগত দক্ষতা ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিচ্ছি, তথ্য দিচ্ছি। তবে তোমাদের চেষ্টা আর চর্চার মাধ্যমেই শিখতে হবে। সবার মধ্যে সুপ্ত প্রতিভা আছে। তা খুঁজে বের করে সেই সেক্টরে এক্সপার্ট হয়ে উঠতে হবে। তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বিসিসি এর EDGE প্রকল্পের সঙ্গে ‘ডিজিটাল স্কিল ট্রেইনিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির ব্যপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কর্মসূচির আওতায় ১ম রাউন্ডে বিগত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ট্রেনিং কার্যক্রম শুরু করে বিভিন্ন ডিজিটাল স্কিল কোর্সে প্রায় ১১০০ প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধীনে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত স্নাতোকোত্তর, স্নাতক পর্যায়ে অধ্যায়ণরত শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।
মন্তব্য করুন