ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টার লাগিয়েছে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
জানা যায়, সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ নভেম্বর) দুপুরে শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওনের নেতৃত্বে টিএসসিসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা এবং অধিকাংশ আবাসিক হলের প্রধান ফটক ও দেয়ালে এসব পোস্টার লাগানো হয়।
শেখ হাসিনার সরকার পতনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল বা বিএনপির অঙ্গসংগঠনগুলোর কোনো প্রচার-প্রকাশের সুযোগ না থাকলেও সরকার পতনের পর এই অঘোষিত নিষেধাজ্ঞা কার্যকারিতা হারায়। যার ফলস্বরূপ ছাত্রদলকে প্রকাশ্যে বিভিন্ন সাংগঠনিক কাজ করতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত। এর অংশ হিসেবেই ছাত্রদলের এই কর্মসূচি, যার ফলে পোস্টারে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস।
ছাত্রদল জানায়, তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. আল আমিন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহসভাপতি আব্দুল্লাহ তালুকদার সাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরাম খান, মেহেদী হাসান, তানভীর হাসান মিঠু, সাইফ উল্লাহ সাইফ, সহসাধারণ সম্পাদক এস এম হাসান, সমাজসেবা সম্পাদক আবুজর গিফারি মাহফুজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শোয়াইব ইসলাম ওমি, সহদপ্তর সম্পাদক শাহরিয়ার লিওন, মুজিবুর রহমান মাইকন, মাহবুবুর রহমান জয়, মেহেদী হাসান জনি, হাবিবুর রহমান আসিফ, শামসুল হক আনান, রাহাদ আহমেদ, অন্তর আহমেদ অন্তু, শাকিল, মাসুম, মুজাহিদুল ইসলাম সরকার, মুজাহিদুল সরকার সাইমন, হৃদয় আহমেদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মুসলিম হলের সাংগঠনিক সম্পাদক মো. ইমন মিয়া, দপ্তর সম্পাদক রেদোয়ান জয়, সহসাধারণ সম্পাদক তাইমুন, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন, কর্মী এমদাদুল, সাগর, আসিফ, জগন্নাথ হল ছাত্রদলের প্রচার সম্পাদক সত্যজিত দাস, শুভ মোদক, রঞ্জন দাস, উত্তম চন্দ্র দাস, দনওয়াই ম্রো (ডন), সোহাগ দাস, হ্রষিকেশ কুন্ডু, প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।
মন্তব্য করুন