ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের সুরক্ষায় ধূর্ত তামাক কোম্পানির বিরুদ্ধে শাস্তির দাবি

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যাশা মাদকবিরোধী স্কেটিং র‌্যালি। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যাশা মাদকবিরোধী স্কেটিং র‌্যালি। ছবি : কালবেলা

ধূর্ত তামাক কোম্পানিগুলো মুনাফার লোভে শিশু-কিশোর-তরুণদের নেশার দিকে ধাবিত করতে বিভিন্নরকম প্রতারণা করে যাচ্ছে। কিন্ডারগার্ডেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানে, প্রবেশ পথে, সামনে বা পাশে সিগারেটের দোকান বসাচ্ছে। আইন লঙ্ঘন করে এসব দোকানে সিগারেটের নানা মোড়ক ও ব্র্যান্ডের রংয়ে সাজিয়ে প্রচারণা চালাচ্ছে। তামাক কোম্পানির প্রত্যক্ষ মদদে আইন লঙ্ঘন করে নাটক-সিনেমায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য প্রদর্শন করা হচ্ছে। ফলে শিশু-কিশোর-তরুণদের নেশাগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। আগামী প্রজন্মকে নেশার কবল থেকে সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনতে হবে।

বুধবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে ‘ধূর্ত তামাক কোম্পানির হাত থেকে শিশু-কিশোর-তরুণদের সুরক্ষার দাবিতে স্কেটিং র‌্যালি’-তে বক্তারা এ দাবি জানান। স্কেটিং র‌্যালি শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রত্যাশার মহাসচিব হেলাল আহমেদের সভাপতিত্বে র‌্যালির শুরুতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্রাটেজিসের টেকনিক্যাল এডভাইজর আমিনুল ইসলাম সুজন, ডেভেলপমেন্ট এক্টিভিটিজ সোসাইটি (ডাস) এর কর্মসূচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ তামাকবিরোধী জোটের প্রতিনিধি সামিউল হাসান সজীব এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর প্রজেক্ট অফিসার আজিম খান।

হেলাল আহমেদ বলেন, শিশু-কিশোরদের ধূমপানের নেশায় ধাবিত করতে তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘন করে শিশুদের আই-লেবেলে আকর্ষণীয়ভাবে সিগারেটের মোড়ক সাজিয়ে রাখছে। ফুটপাথের দোকান থেকে শুরু করে সুপার শপ-সর্বত্র তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেটসহ তামাক বিক্রির দোকান স্থাপন নিষিদ্ধ করতে হবে। তামাক কোম্পানিগুলোর এ ধরণের প্রলুব্ধকর প্রচারণা বন্ধে জোরালোভাবে আইন বাস্তবায়ন জরুরি। এছাড়া, শিশুদের পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষায় শিশুরা যাতায়াত করে এমন সকল স্থান শতভাগ ধূমপানমুক্ত করতে হবে।

আমিনুল ইসলাম সুজন বলেন, নাটক-সিনেমায় ধূমপান ও মাদক সেবনের মতো দৃশ্য অযাচিতভাবে দেখানো হচ্ছে। আইন লঙ্ঘন করে তুফান নামক সিনেমায় ৬০ বারের মতো ধূমপানের দৃশ্য প্রদর্শন ও ধূমপানের দৃশ্যসহ জংলি সিনেমার পোস্টার করা হয়েছে। এসব অনৈতিক কাজ ও আইনের লঙ্ঘন করে ধূমপানের প্রচারণা শিশুদের নেশার দিকে প্রলুব্ধ করে। তাই নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য প্রদর্শনের দায়ে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনতে হবে।

মোয়াজ্জম হোসেন বলেন, শিশুরা অনেক গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। অনেক গণপরিবহনের চালক ও হেলপার ধূমপান করছে। এছাড়া গণপরিবহনে আইন অনুযায়ী ধূমপান হইতে বিরত থাকুন-ইহা শাস্তিযোগ্য অপরাধ লেখা ও ধূমপানমুক্ত সাইন প্রদর্শন করা বাধ্যতামূলক। গণপরিবহনে এ সাইনেজ প্রদর্শন নিশ্চিত করাতে হবে।

সামিউল হাসান সজীব বলেন, ঢাকার রেস্টুরেন্টগুলোতে তামাক কোম্পানিগুলো স্মোকিং জোন করে দিচ্ছে। রেস্টুরেন্টে সিগারেট প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। ফলে নারী-শিশুসহ অধূমপায়ীরা রেস্টুরেন্টে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। রেস্টুরেন্টে স্মোকিং জোন নিষিদ্ধ করাসহ সকল রেস্টুরেন্ট শতভাগ ধূমপানমুক্ত করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের ছোবল থেকে শিশু-কিশোর-তরুণদের সুরক্ষা করতে হবে। মাদকের অন্যতম প্রবেশ পথ হচ্ছে ধূমপান। তাই ধূমপান নিয়ন্ত্রণসহ তামাক নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া আক্তার গ্রেপ্তার

জয়ের জন্য শান্তদের ২৩৬ রানের লক্ষ্য দিল আফগানরা

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে নিয়ে সেই টকশো স্থগিত

ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন / বাংলাদেশ নিয়ে আশা কমেছে তরুণদের

৪২ বছর পর অপারেশন থিয়েটারের যাত্রা শুরু

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে : প্রেস সচিব

ট্রাম্প নাকি কমলা, কাকে ভোট দিলেন শিশির?

যে কারণে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

জেলের জালে মিলল ১৪ কেজির পোয়া

১০

ট্রাম্পপুত্রের ভোট দেওয়া নিয়ে মাতামাতি

১১

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনি ব্যবস্থা নেবে পাবিপ্রবি প্রশাসন

১২

মার্কিন নির্বাচনে ‘ট্রাম্প কার্ড’ খেললেন ইলন মাস্ক

১৩

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে গুলি

১৪

গণমাধ্যমের ওপর আক্রমণ বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি : টিআইবি

১৫

তিন হাজার কোটি টাকার সভরেন গ্যারান্টি পেল আইসিবি

১৬

শিক্ষার্থীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

১৭

এক ইলিশ বিক্রি ৬ হাজার ৩২৫ টাকায়

১৮

নগদে বিশ্বাসী আমু

১৯

হঠাৎ কেন আলোচনায় ‘কমলার বনবাস’ সিনেমা!

২০
X