কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সুবিধার্থে শুক্র ও শনিবার বিশেষ ধরনের পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৮ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বলেছে কর্তৃপক্ষ।
বুধবার (৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরের উদ্দেশে একটি বাস নির্দিষ্ট সময়ে যাতায়াত করবে। বাসটি বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে এবং রাত ৮টায় ক্যাম্পাসে ফিরে আসবে। এ সময় বাসটি কোটবাড়ি, টমছম ব্রিজ, কান্দিরপাড়, পুলিশ লাইন এবং কুমিল্লা ঈদগাহ সড়কগুলো প্রদক্ষিণ করবে।
খোঁজ নিয়ে জানা যায়, করোনা মহামারির সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিউশন করানো শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত বাস চলাচল করত। পরে করোনা মহামারি শুরু হলে এবং নতুন প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। তবে এবার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।
এদিকে প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আরেকটি বাসেরও দাবি করছেন অনেক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দুটি বাসের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, এত দিন কোনো বাস ছিল না। শুক্র-শনি কোনো একাডেমিক কাজ না থাকা সত্ত্বেও কৃচ্ছ্রসাধন করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য একটা বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তাই সবকিছু মিলিয়ে চলতে হবে।
মন্তব্য করুন