বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাত সেতুর ঢালে বাসচাপায় ইউনুস বিশ্বাস নামে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি। তিনি নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলে করে বরিশাল থেকে বাউফলের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি কিছু দূরে থামিয়ে চালক পালিয়ে যায়।
এর আগে গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। শনিবার (২ নভেম্বর) একই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় এক কিশোর আহত হয়ে রোববার (৩ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন