সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাংলামোটর-মগবাজার সড়কের নাম আরিফ-সৌভিক করার দাবিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সোমবার (৪ নভেম্বর) উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমের কাছে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে এ স্মারকলিপি দেয় সংগঠনটি। এ সময় এই কর্মকর্তা আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে সৈকত আরিফ বলেন, প্রতি বছরে বিপুল পরিমাণ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হোন। আমরা সড়ক দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে না দেখে বরং তাকে রাষ্ট্রের কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবেই দেখি। শুধু ২০২৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পযন্ত ৫৫৩৬ টি সড়ক দুর্ঘটনায় ৫০৫৬ জন মানুষ নিহত ও ৬৩৪৮ মানুষ আহত হয়েছেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন সড়কের নিরাপত্তার ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, গত বছরের ৭ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও ঢাবি শাখার সাবেক নেতা সৌভিক করিম নিহত হোন। ঘাতক ট্রাক তাদের চাপা দিয়ে হত্যা করে। যা সেমসয় সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আরিফুল ইসলাম ও সৌভিক করিম তাদের ছাত্র রাজনীতির কালে সড়কের নিরাপত্তাসহ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যুক্ত ছিলেন। সড়ক দুর্ঘটনা বন্ধে যেমন কার্যকর উদ্যোগ দরকার তেমনি নানা উদ্যেগের মাধ্যমে সচেতনতাও দরকার। আমরা মনে করে রাশেদ খান মেনন সড়ককে আরিফ-সৌভিক সড়ক নামে নামকরণ সেই সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। তাই আমরা এই সড়ককে আরিফ-সৌভিক সড়ক নামে নামকরণে দাবি জানাচ্ছি। একইসঙ্গে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা বন্ধে বিশেষজ্ঞদের সমন্বয়ে সমন্বিত পরিকল্পনা নেওয়ার দাবি জানাচ্ছি।
স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিবুল ইসলাম শাফিন, ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক এবং ঢাকা নগরের সভাপতি আল আমিন রহমানসহ অন্য নেতারা।
মন্তব্য করুন