আন্ত:বিদ্যালয় বিজ্ঞান মেলায় রাজধানীর নামকরা দশটি বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এডিসন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে বাড্ডা হাইস্কুলে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
আন্ত:বিদ্যালয় বিজ্ঞান মেলায় সর্বমোট ৫০টি আকর্ষণীয় এবং উদ্ভাবনীয় বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি মেলায় অংশগ্রহণ করা খুদে বিজ্ঞানীদের মাঝে সনদ এবং পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এবং মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত এবং প্রফেসর সামিউল হক। এ ছাড়াও ছাত্র এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত একটি সুন্দর আকর্ষণীয় এবং উদ্ভাবনীয় বিজ্ঞান মেলার অনুষ্ঠান হয়।
বিজ্ঞান মেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, খুদে বিজ্ঞানীরা যেসব বিজ্ঞান প্রকল্প প্রদর্শিত করেছে, সেগুলো খুবই উদ্ভাবনীয় এবং আমাদের দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে ভবিষ্যতে অনন্য ভূমিকা রাখবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রিন্সিপাল এইচ এম ফজলে জামি উদ্বোধনী বক্তৃতা করেন। সমাপনী বক্তব্যে খুদে বিজ্ঞানীদের এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
মন্তব্য করুন