ছাত্র-জনতার জুলাই-আগস্টের বিপ্লবের আদর্শকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (রুয়েট) দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক।
বুধবার (৩০ অক্টোবর) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ বক্তব্য দেন তিনি। সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এরই মধ্যে রুয়েটে যত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আছে সেগুলো সমাধান করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সব মতভেদ ভুলে রুয়েটের অগ্রযাত্রা ও সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে স্ব স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য রুয়েটেকেও নতুনভাবে গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ সব পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানরা এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
মন্তব্য করুন