সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের তৈরি এ অ্যাপ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপচার্য বলেন, এ টিউশন অ্যাপটির সাফলতা কামনা করছি। তোমরা এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেও। ছাত্রদের কষ্টের টাকায় যেন আর কেউ ভাগ বসাতে না পারে। আমাদের দেশটা এনালগ। আমরা সত্যিকার অর্থে দেশটাকে ডিজিটাল করতে চাই। টিউশনি করলে জেনারেল নলেজ বাড়ে। তবে দুইটা টিউশনির বেশি করবা না। টিউশনিটা নেশার পর্যায়ে নেওয়া যাবে না। তোমরা যারা দেশটাকে নেতৃত্ব দেবে, তাদের প্রধান কাজ লেখাপড়া করা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন