ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের সংস্কার কমিটি বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কমিশন গঠনের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত সময় অনুযায়ী সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় ব্লকেড কর্মসূচি পালন শুরু করেছেন তারা।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন শিক্ষার্থীরা।
এতে সায়েন্স ল্যাব মোড় সংলগ্ন এলিফ্যান্ট রোড, মিরপুর সড়ক, মোহাম্মদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজিমপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন বহু মানুষ।
সড়ক অবরোধ করে ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা, শিক্ষা’, ‘সিন্ডিকেট, সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কমিটি বাতিল কর, কমিশন গঠন কর’, ‘শিক্ষা নিয়ে প্রহসন চলবে না, চলবে না’, ‘শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা’- বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন সাত কলেজের বিশ্ববিদ্যালয় রূপান্তরের সমন্বয়করা।
এর আগে গত ২১ অক্টোবর প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। সেগুলো হলো সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য সংস্কার কমিটি গঠন, ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন এবং সেশন জট নিরসন। এর আগে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
মন্তব্য করুন