আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণ, পুলিশ ও বিচার বিভাগসহ সব বিভাগে সংস্কার এবং শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে মাফিয়াতন্ত্র বহাল রাখতে নির্বাচন না দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়েছে ‘রক্তিম জুলাই ২৪’ নামক একটি প্ল্যাটফর্ম।
এসময় রাজনৈতিক অংশীজনদের ঐক্য নিশ্চিত করে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরে কার্যকর জনক্ষমতায়ন সুনিশ্চিত করার আহ্বান জানান প্ল্যাটফর্মটির নেতারা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পক্ষে কাজ করা এই প্ল্যাটফর্মের নেতারা এসব দাবি তুলে ধরেন।
এ সময় লিখিত বক্তব্যে ‘রক্তিম জুলাই ২৪’- এর আহ্বায়ক সাইফুদ্দীন মুহামাদ এমদাদ সাত দফা দাবি জানান। দাবিগুলো হলো- জুলাইয়ের বিপ্লবে শহীদ ও আহত ব্যক্তিদের নির্ভুল ও সম্পূর্ণ তালিকা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে অতিসত্বর গেজেট করে প্রকাশ করতে হবে। শহীদও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা ও পদবি দিতে হবে; সরকারকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অর্থপেডিক, ফিজিওথেরাপি, চক্ষু, নিউরোলজি, জেনারেল সার্জারি, মেডিসিন-বিভাগের সমন্বয় করে দেশ বিদেশের বিশেষজ্ঞদের দিয়ে একটি বিশেষায়িত সরকারি হাসপাতালের মাধ্যমে কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি সংকটাপন্ন আহতদের তালিকা করে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে; আহতদের এবং শহীদ পরিবারের পুনর্বাসন, কর্মসংস্থান, ক্ষতিপূরণ বিষয়ে সরকারকে নভেম্বর, ২০২৪-এর মধ্যে সব কার্যক্রম নিশ্চিত করতে হবে।
এ ছাড়া অনতিবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণ ও ফ্যাসিস্ট সংবিধান বিলুপ্ত ঘোষণা করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে প্রজাতন্ত্রের নতুন গঠনতন্ত্র প্রস্তুত করতে হবে; শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে মাফিয়াতন্ত্র বহাল রাখার জন্য কোনো নির্বাচন নয়। অতিদ্রুত রাজনৈতিক অংশীজনদের ঐক্য নিশ্চিত করে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরে কার্যকর জনক্ষমতায়ন সুনিশ্চিত করতে হবে; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অতিদ্রুত উন্নয়ন ঘটিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। দ্রুততার সঙ্গে পুলিশ ও বিচার বিভাগসহ সব বিভাগে সার্বিক সংস্কার করতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদায়ন কার্যপ্রণালি বাস্তবায়ন করে আওয়ামী ফ্যাসিবাদী ভূতদের প্রশাসন থেকে বিতাড়িত করতে হবে। ন্যায়বিচারের পূর্বে আওয়ামী পুনর্বাসন নয়।
মন্তব্য করুন