ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিল শিক্ষার্থীরা

ছাত্রলীগ কর্মী রূপককে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
ছাত্রলীগ কর্মী রূপককে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের আটককৃত কর্মীর নাম মাহফুজ রূপক। ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং দক্ষিণ ছাত্রাবাসের ১০৮ নম্বর রুমে থাকতেন তিনি। বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, রূপক আগে ইলিয়াস হলের প্রভাবশালী ছাত্রলীগ ক্যাডার ছিল। ১৬ জুলাই সাইন্সল্যাবে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। তার প্রেক্ষিতে রূপকের বিষয়ে হলের সিট বাতিলের জন্য প্রভোস্টকে জানিয়েছিলাম। কিন্তু শিক্ষকরা সিট বাতিল করেননি। বিকেলে এ বিষয়ে রূপকের সঙ্গে কথা বলতে গেলে সে আমাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ৪-৫ জন শিক্ষার্থী তাকে মারধর করে নিউমার্কেট থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাকিব কালবেলাকে বলেন, গত ১৬ জুলাই সাইন্সল্যাবে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় ছাত্রলীগ কর্মী রূপককে পুলিশের হাতে তুলে দিয়েছি। এই ছাত্রলীগ ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। বিভিন্ন সময় ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা করার প্রমাণও আমাদের কাছে আছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস কালবেলাকে বলেন, একজনকে শিক্ষার্থীরা মারধর করছিল, সেখান থেকে কয়েকজন শিক্ষক রিকভারি করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে সে ছাত্রলীগ করত কি না জানি না।

নিউমার্কেট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহসীন উদ্দীন কালবেলাকে বলেন, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কিছু প্রমাণ পেয়েছি। তবে আরও যাচাইবাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে রূপকের সিটে আরেকজনকে ওঠানোর অভিযোগ রয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি রাশেদের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে জুস ফ্যাক্টরির কারখানায় আগুন

গুম কমিশনে অভিযোগ করলেন ব্যারিস্টার আরমান

জাগপার নতুন সভাপতি লুৎফর, সম্পাদক রিয়াজ

সংস্কার খুব ধীরগতিতে চলছে : লায়ন ফারুক

নোয়াখালীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

মাওলানা আব্দুল আলিমের মৃত্যুতে বাংলাদেশ ইমাম সমিতির শোক

৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রশিবির

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

রেমিট্যান্স পাঠানোর শীর্ষে বাংলাদেশের অবস্থান প্রথম

১০

লোকজ সুরের মূর্ছনায় উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

হাটহাজারীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে হেফজখানা ও অনাথ আশ্রমে মধ্যাহ্নভোজ

১২

বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

ঢাবির দেয়াল লিখন ও গ্রাফিতি পরিদর্শন করলেন ফলকার টুর্ক

১৪

বাকৃবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৫

হবিগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে আহত ১২

১৬

ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত

১৭

আ.লীগ ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী : আনু মুহাম্মদ 

১৮

উন্নত-শান্তিময় বাংলাদেশ গড়তে লড়াই করে যাব : শিমুল বিশ্বাস 

১৯

নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম

২০
X