খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৬:২৩ এএম
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয় সংস্কারে ৩৭ দাবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের দাবি উত্থাপন মঞ্চ। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ের দাবি উত্থাপন মঞ্চ। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সংস্কার ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ‘দাবি উত্থাপন মঞ্চে’র আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষার্থীরা মোট ৩৭টি দাবি উত্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি বলেন, রক্ত দেওয়ার পরম্পরা এখনো আমাদের শেষ হয়নি। গত জুলাই মাসে আমরা প্রায় দেড় হাজারের বেশি মানুষ রক্ত দিয়েছি। স্বৈরাচারী যে পরম্পরা দেশে ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল সেখানে এই ধরনের আয়োজন প্রশংসনীয়। আমি মনে করি দাবি করা হয় স্বৈরাচারের কাছে, তাই আমাদের আজকের এই মঞ্চ কোনো দাবির মঞ্চ নয়, এটি আলোচনার মঞ্চ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় শিক্ষকরা বিভিন্ন দলের লেজুড়বৃত্তিক কাজে জড়িয়ে থাকেন। দলীয় রাজনীতি খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত নয়। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে এবং অর্ডিন্যান্সের ভয় না দেখিয়ে সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ২৪ এর বিপ্লবের হাত ধরে দেশ ও জাতির কাছে ঘুরে দাঁড়ানোর এখনই সুযোগ। দেশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংস্কার এখন সময়ের দাবি।

বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরেন-

শহীদ মীর মুগ্ধের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ এবং সকল শহীদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য প্রস্তাবিত জমি অধিগ্রহণ এবং বিক্রিত জমি পুনরায় অধিগ্রহণ, রাজনৈতিক নামকরণকৃত স্থাপনাগুলোর অরাজনৈতিক ব্যক্তিদের নামে নামকরণ, নিরাপদ ও আধুনিক সুযোগসহ শতভাগ আবাসন সুবিধা নিশ্চিতকরণ, প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় লাইব্রেরির সদস্যপদ প্রদান সহজীকরণ এবং লাইব্রেরি সার্বক্ষণিক খোলা রাখা, হলগুলোর শৃঙ্খলা বিধি পুনলিখন এবং সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের জন্য একটি সংগঠন ফোরাম গঠন, বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে প্রয়োজনীয় আইনসমূহ অন্তর্ভুক্ত করে একটি কোর কোর্স হিসেবে অন্তর্ভুক্তি।

রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ এবং মেডিকেলে সেবার মান বৃদ্ধি, পরীক্ষার খাতায় কোডিং পদ্ধতির প্রচলন এবং অ্যাটেনডেন্সে ৫ মার্ক, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে ৩৫ নম্বর নির্ধারণ করা, চারুকলা স্কুলের জন্য একটি স্বতন্ত্র ভবন এবং খেলার মাঠের সংস্কার, আবাসিক হলগুলো সারা বছর খোলা রাখার ব্যবস্থা, অভিযোগ গ্রহণের জন্য একটি অভিযোগ সেল গঠন, কর্মসংস্থানের জন্য একটি কেন্দ্রীয় ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টার প্রতিষ্ঠা এবং গবেষণায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ে “Achievement Corner” স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য বিনাসুদে শিক্ষাঋণ ও মাস্টার্সে ভর্তি ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোমো খেয়ে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০

জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম, মহাসচিব মাজহারুল ইসলাম

লাইসেন্স করা অস্ত্র ফেরত দিতে কমিটি

সাফ শিরোপা জয়ে নারী খেলোয়াড়দের অভিনন্দন প্রধান উপদেষ্টার

প্রকৃতি-মানুষের অশ্রুগাথা / আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার সাহসী গল্প

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা

পবিপ্রবিতে র‌্যাগিংয়ে জিরো টলারেন্স নীতি

‘শিগগিরই সিটি করপোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ দেওয়া হবে’

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন সেলিম

পদ্মায় ইলিশ ধরায় ৮ জেলের কারাদণ্ড

১০

জামায়াত একটি মানবিক রাষ্ট্র কায়েম করতে চায় : রফিকুল ইসলাম

১১

‘২৮ অক্টোবরের বিচারের মাধ্যমে সংস্কার শুরু করতে হবে’

১২

স্পেনে ‘দানার’ তাণ্ডব, ৫১ জনের প্রাণহানি

১৩

বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পরিবেশ উপদেষ্টা

১৪

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবলীগ কর্মী আটক

১৫

কানাডা, যুক্তরাজ্য ও ইইউ’র নতুন নিষেধাজ্ঞায় মিয়ানমারের জান্তা

১৬

যৌথসভা ডেকেছে বিএনপি 

১৭

উৎসাহ-উদ্দীপনায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভোট সম্পন্ন

১৮

সোনার দামে নতুন রেকর্ড

১৯

ছাত্রলীগের বর্বরতার ছবি-ভিডিও যেভাবে জমা দেওয়া যাবে

২০
X