শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ছবি ও নাম সরিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২৭ অক্টোবর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে, ৫ আগস্ট ছাত্র-জনতার মহান বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ও পালানোর পরও যার হাতে সহস্রাধিক শহীদ ভাইদের রক্ত লেগে আছে, সেই ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় নাম, ছবি, লিখনি ও ফলক অপসারণ করা হয়নি। যেটি জুলাই-আগস্ট গণহত্যার চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে আমরা মনে করি।
আমরা সাধারণ শিক্ষার্থীরা অনতিবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও তার পরিবারের নাম, ছবি এবং বিভিন্ন স্মৃতি সম্বলিত যেসব নিদর্শন আছে সেগুলোর দ্রুত অপসারণ চাই।
স্মারকলিপি প্রদানকারী ও স্বাক্ষরকারীরা জানান, স্বৈরাচার শেখ হাসিনার আমলে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, কারো নিজস্ব বা পরিবারের না। এখন সময় এসেছে এগুলোর নাম, ছবি ও নিদর্শন অপসারণের। ভবিষ্যতেও এমন ঘৃণ্য কাজ কেউ না করুক আমরা সেই আশা রাখি।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতা করেছে এমন অনেকের নাম, পদবি ও বিভিন্ন নিদর্শন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আছে জানিয়ে তা সরিয়ে নেওয়ার জন্য একটি স্মারকলিপি আমরা পেয়েছি। এমন অনেকগুলো পত্র আমাদের কাছে জমা হয়েছে। প্রশাসনিক মাধ্যমে পদক্ষেপ নিয়ে এগুলোর সমাধান করা হবে।
মন্তব্য করুন