কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রের বাইরে অপেক্ষারত এক শিক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল সংলগ্ন হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
২০২৩-২৪ সেশনে দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন ওই শিক্ষার্থী।
জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তার মায়ের (মৃত) নাম শামীম আরা বেগম। তাদের স্থায়ী ঠিকানা জানা না গেলেও বর্তমানে তারা মিরপুর-১৩ নম্বর এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেয়েকে পরীক্ষার হলে রেখে বাইরে (মুহসীন হল মাঠের পাশে) অপেক্ষা করছিলেন মা। হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে সেখানকার লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী মো. রবিন হোসাইন বলেন, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর মা তার মেয়েকে পরীক্ষার হলে রেখে বাইরে (মুহসীন হল মাঠের পাশে) অপেক্ষা করছিলেন। হঠাৎই স্ট্রোক করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, গুচ্ছ পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশের মাধ্যমে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন