সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

সিকৃবিতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামসহ অন্যরা। ছবি : কালবেলা
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামসহ অন্যরা। ছবি : কালবেলা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হওয়া কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় সিকৃবি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ১০ শতাংশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট আটটি মূল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার ফল দেওয়ার কথা রয়েছে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।

এবারের গুচ্ছভুক্ত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৩ হাজার ৭১৮টির আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৭৫ হাজার ১৭ জন। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসন পড়লেও ভর্তি পরীক্ষায় দুই হাজার ১৯৮ জন উপস্থিত ছিলেন। সে হিসেবে উপস্থিতির হার ৫২ দশমিক ১০ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিকৃবির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের হলগুলো পরিদর্শন করেন। এ সময় সিকৃবির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর ড. মো. মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এমদাদুল হক ও বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন, ভর্তি পরিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। গত বছর সিকৃবি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়েছে সে হিসেবে তারা সবকিছু সুন্দরভাবে আয়োজন করেছে। আমি গত ২০ অক্টোবর উপাচার্য হিসেবে যোগদান করি এবং উপাচার্য হিসেবে এটি প্রথম পরীক্ষার আয়োজন। গত রাতের ঘটনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে উপাচার্য বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে‌ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে

২৫ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি

সোমবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ নভেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

মেঘনা গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে প্রধান ফটক অবরোধ

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

ইবিতে চুরির অভিযোগে আটক ২

ঢাকা পলিটেকনিক-বুটেক্সের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮ জন ঢামেকে

নারায়ণগঞ্জে ধানক্ষেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

১০

খানসামা উপজেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

১১

সোমবার বন্ধ থাকবে ঢাকা কলেজ

১২

ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৩

বগুড়ায় জাপার সাবেক এমপিসহ আ.লীগের ১৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

সিলেটে বাসদের মিছিল-সমাবেশ

১৫

তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ : নয়ন

১৬

৩০ লাখ টাকা ছিনতাই করতে ছুরিকাঘাত, আটক ১

১৭

সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন সৈয়দ জামিল আহমেদ

১৮

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

১৯

‘বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে হবে’

২০
X