ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঢাবিতে আমরণ অনশন কর্মসূচি

ঢাবিতে আমরণ অনশন কয়েকজন শিক্ষার্থী। ছবি : কালবেলা
ঢাবিতে আমরণ অনশন কয়েকজন শিক্ষার্থী। ছবি : কালবেলা

আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই বিপ্লবের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অন্যান্য প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী। স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলতে থাকবে বলে জানান তারা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান জিম শুরু করে এই আমরণ অনশন কর্মসূচি। পরে তার সাথে আইন বিভাগের আরও দুই শিক্ষার্থী, অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী, সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থী এবং একজন মাদ্রাসার শিক্ষক যুক্ত হয়। এরপর অনেকেই তাদের সাথে সংহতি প্রকাশ করতে আসেন।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান জীম, মো রেদোয়ানুল ইসলাম, রেজোয়ান আহমেদ রিফাত, অর্থনীতি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আরমানুল, শহিদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী হোসাইন। এছাড়া মুন্সীগঞ্জ থেকে ঢাকায় ডাক্তার দেখাতে আসা মাদ্রসার শিক্ষক মো. তাকি উদ্দিনও শিক্ষার্থীদের সাথে যুক্ত হন।

অনশনে বসা শিক্ষার্থীদের দাবি, জুলাই বিপ্লবে যারা ছাত্রজনতার ওপর হামলায় অংশ নিয়েছে তাদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া পর্যন্ত চলমান থাকবে এই আমরণ অনশন কর্মসূচি।

আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান জীম বলেন, জুলাই বিপ্লবে ১৬০০ এর উপরে শহীদ হয়েছে, ৩৩০০০ হাজার মানুষ আহত হয়েছে, অসংখ্য আহত মানুষ এখনো হাস্পাতালে কাতরাচ্ছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ৮১ দিন অতিক্রান্ত হয়ে গেলেও হামলায় জড়িত সন্ত্রাসীরা এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসীদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের এই অনশন চলমান থাকবে।

রেজোয়ান আহমেদ রিফাত বলেন, আমরা বিগত সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছি। এখনো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের এমন আচরণ আমাদের কষ্ট দিচ্ছে খুব। আমরা চাই দ্রুত সময়ে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক।

আরমানুল বলেন, জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্রজনতা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্রজনতার নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

আরেক শিক্ষার্থী রিফাত বলেন, সরকার কতৃক সন্ত্রাসীদের গেপ্তারে গড়িমসি করা হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে বসেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরক দাবি আদায়ের নিশ্চয়তা না দিলে আমরা অনশন চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা যুবলীগের সাবেক নেতা হিরু গ্রেপ্তার

নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

‘আবু সাঈদের ফরেনসিক প্রতিবেদন জোর করে ৬ বার পরিবর্তন করা হয়’

আগামী জুনের মধ্যে নির্বাচন দাবি এলডিপির

পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

যুব মহিলা লীগ নেত্রী লাকীর লাশ উদ্ধার

ইঁদুরের ওষুধ সেবন / রোহিঙ্গা শিবিরে এনজিও কর্মীর মৃত্যু

‘সবাই মিলে বৈষম্যহীন ও পরিবেশবান্ধব সমাজ গড়তে হবে’

সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি : মোনায়েম মুন্না

‘অন্যায় দুর্নীতি হবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’

১০

দ্য পসিবিলিস্টস কাউন্সিলের সদস্য হলেন খুবির মুন্না

১১

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের তথ্য যাচাই করা হচ্ছে

১২

সাভারের আশুলিয়ায় প্রথম শোরুম উদ্বোধন / যাত্রা শুরু করলো ওয়ালটনের ফ্রাঞ্চাইজি নেটওয়ার্ক 

১৩

মানুষের ভালোবাসা অর্জন করুন : যুবদল সম্পাদক

১৪

এসিআই কনজ্যুমারের চিফ বিজনেস অফিসার হলেন কামরুল হাসান

১৫

শিক্ষার্থীদের বঞ্চিত করে বিদ্যালয় ল্যাবে প্রকল্পের প্রশিক্ষণ

১৬

ইসরায়েলি হয়েও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করতেন স্বামী-স্ত্রী

১৭

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ

১৮

ঢাবির মৈত্রী হলের শিক্ষার্থীদের কক্ষে ‘বাঙ্ক বেড’ স্থাপন

১৯

ডিজেল-কেরোসিনের দাম কমলো

২০
X