রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৪৪ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় রাবিতে মিষ্টি বিতরণ

ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় রাবিতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় রাবিতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি : সংগৃহীত

ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে মিলিত হয়ে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। পরে সকল আবাসিক হল প্রদক্ষিণ শেষে সাড়ে ১১টায় একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিষ্টি ছুড়ে দেন সমন্বয় সালাহউদ্দিন আম্মার।

মিছিলে শিক্ষার্থীরা `হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই', `গণহত্যার সঙ্গী, ছাত্রলীগ জঙ্গি', `ছাত্রলীগ দেখে যা, ক্যাম্পাসে তোর বাপেরা', `একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর', `ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে', `বাবুর দুই গালে, জুতা মারো তালে তালে', `গালিবের দুই গালে, জুতা মারো তালে তালে'সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষর্থীরা বলেন, শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না। ছাত্রলীগের পৃষ্ঠপোষক আওয়ামী লীগ সহ ১৪ দলের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ সকল দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেইসাথে পরবর্তীতে ছাত্রলীগের মতো কোনো ফ্যাসিবাদী সংগঠন যেন গড়ে না উঠতে পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

সমন্বয় মেহেদী সজিব বলেন, ছাত্রলীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবির মধ্যে অন্যাতম ছিলো ছাত্রলীগ নিষিদ্ধ দাবি। গত ১৫ বছরে তারা যে সকল অপকর্ম করেছে সেগুলো উল্লেখ করে আজ গেজেটে পাশ হয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণার এই খুশিতে আমরা আজ এই মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছি। আমাদের বাকী যে চার দফা দাবি ছিলো সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাশেদ রাজন বলেন, একাত্তর পরবর্তী সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড একদিকে আর ছাত্রলীগের কর্মকাণ্ড অপরদিকে রাখলে দেখা যাবে তারা কয়েকগুণ বেশি অপরাধ করেছে। এমন কোনো অপরাধ নেই যা তারা করে নাই। ফ্যাসিবাদের অন্যতম হাতিয়ার ছিলো ছাত্রলীগ। গণভবন থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি ইঞ্চি মাটি দখল করে তারা অপরাধ কার্যক্রম চালিয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি বাংলাদেশের গণ মানুষের দাবি ছিলো। ছাত্রলীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। সেইসাথে পরবর্তীতে ছাত্রলীগের মতো কোনো ফ্যাসিবাদী সংগঠন যেন গড়ে না উঠতে পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

এর আগে রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় মিষ্টি বিতরণের ঘোষণা দেন সমন্বয় সালাহউদ্দিন আম্মার। পরে শিক্ষার্থীরা জোহা চত্বরে জড়ো হতে থাকেন। পরে চার শতাধিক শিক্ষার্থী নিয়ে তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো শত্রু মিত্র হওয়ার অনেক উদাহরণ আছে : উপ-প্রেস সচিব

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

‘নতুন করে আর কোনো সরকারকে স্বৈরাচার হতে দেওয়া হবে না’

অনার্স পড়ুয়া ভাগ্নের হাত ধরে মামি উধাও

পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ

লালবাগে রহমতুল্লাহ স্কুল মিলনায়তনে জিয়াউর রহমানের নাম পুনঃস্থাপন

পূর্ণিমায় মজেছেন নেটিজেনরা

বরিশাল সিটি করপোরেশনে ফল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের মামলা

২১ শতকের ‘চেঙ্গিস খান’ হতে চান ইলন মাস্ক

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

১০

সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪ 

১১

‘মব’ করে পুকুরের মাছ লুট, মামলার পর বাদীর বাড়িতে হামলা

১২

বিশ্বমঞ্চে পৌঁছেছে গল্প, ফাতিমা রয়ে গেছেন গাজায় মাটির নিচে

১৩

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

১৪

ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান

১৫

জাতীয় জাদুঘরে শুরু তিন দিনের দুর্লভ মুদ্রা প্রদর্শনী

১৬

চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি, মারধরে আহত ১

১৭

আ.লীগ নেতা শাহে আলম মুরাদসহ দুজন রিমান্ডে

১৮

আফিল লেয়ার ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৯

শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

২০
X